লখনউতে অনুষ্ঠিত দ্বিতীয় টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে (India vs New Zealand) ৬ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। এই ম্যাচে জিততেই হত ভারতীয় দলকে। এরপর সিরিজের নির্ণায়ক ম্যাচে আমদাবাদে মুখোমুখি হবে দুই দল। তবে লখউয়ের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। লখনউয়ের পিচে ব্যাটারদের রান করতে বারে বারে বেগ পেতে হয়েছে।
২০ ওভারে মাত্র ১০০ রানের টার্গেট নিয়ে খেলতে নেমেও ম্যাচ বের করতে বেশ বেগ পেতে হয় ভারতীয় দলকে। লখনউয়ের পিচ উপযুক্ত নয় বলে দাবি ভারত অধিনায়কের। ম্যাচের পর পান্ডিয়া বলেন, 'আমাদের নিশ্চিত করতে হবে, যে পিচে খেলা হচ্ছে সেটা খেলার উপযুক্ত কি না তা আগে যাচাই করা। আমরা যে মাঠে খেলতে যাচ্ছি সেখানকার কিউরেটর বা কর্তাদের উচিত, পিচ প্রস্তুতির কাজ আগে থেকে শুরু করে দেওয়া।'
ম্যাচে শিশির খুব বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারেনি। তাই স্পিনাররা বল ভাল গ্রিপ করতে পেরেছেন। বল স্পিন হয়েছে। ফলে খুশি ভারত অধিনায়ক। হার্দিক বলেন, ' শিশির এতে খুব বড় ভূমিকা নিতে পারেনি। নিউজিল্যান্ড আমাদের চেয়ে বেশি বল স্পিন করাচ্ছিল। তবে উইকেট একেবারে সকলকে চমকে দিয়েছে।'
টস জিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ২০ ওভারে আট উইকেটে ৯৯ রান করে। অপরাজিত ১৯ রানের ইনিংস খেলেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। এটাই নিউজিল্যান্ড ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। মাইকেল ব্রেসওয়েল ও মার্ক চ্যাপম্যান দুই জনেই মাত্র ১৪ রান করে আউট হন। ভারতের দুই খেলোয়াড়কে আউট করেন আর্শদীপ সিং। জবাবে ভারত এক বল বাকি থাকতে চার উইকেটে ১০১ রান করে ম্যাচ জিতে নেয়। প্লেয়ার অফ দ্য ম্যাচ সূর্যকুমার যাদব ৩১ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। ব্লেয়ার টিকনারের বলে চার মেরে ভারতকে জয় এনে দেন সূর্য।