Advertisement

Hardik Pandya: IPL-এর আগে ট্রেনিং শুরু হার্দিকের, 'দেশ নয়, IPL আগে ওর কাছে', ট্রোলড পাণ্ডিয়া

আইপিএল-এর (IPL2024) আগে অনুশীলনে নেমে পড়লেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। বিশ্বকাপে চোট পেয়েছিলেন। এরপর আর ম্যাচ খেলতে পারেননি। অস্ট্রেলিয়া সিরিজ তো বটেই দক্ষিণ আফ্রিকা সফরেও তাঁকে পাওয়া যায়নি। আইপিএল-এ তিনি খেলতে পারবেন কিনা তা নিয়েও বেশ চাপে ছিলেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) সমর্থকরা।

হার্দিক পান্ডিয়াহার্দিক পান্ডিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jan 2024,
  • अपडेटेड 2:30 PM IST

আইপিএল-এর (IPL2024) আগে অনুশীলনে নেমে পড়লেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। বিশ্বকাপে চোট পেয়েছিলেন। এরপর আর ম্যাচ খেলতে পারেননি। অস্ট্রেলিয়া সিরিজ তো বটেই দক্ষিণ আফ্রিকা সফরেও তাঁকে পাওয়া যায়নি। আইপিএল-এ তিনি খেলতে পারবেন কিনা তা নিয়েও বেশ চাপে ছিলেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) সমর্থকরা।

তবে ইতিমধ্যে পান্ডিয়া (Hardik Pandya) নিজেই সুস্থ হয়ে ওঠার ভিডিও আপলোড করেছেন। সেখানে হার্দিককে নেটে বোলিং করতেও দেখা গিয়েছে। হার্দিক বলেন, 'ফিরে আসতে পেরে বেশ ভালো লাগছে। আমার শুরুটা এই মাঠেই ১৭ বছর আগে হয়েছিল। আমি যতটা পারি ততটাই দেওয়ার চেষ্টা করছি। আশা করি জলদি মাঠে ফিরতে পারবো।' এই ভিডিওতেই বেশ খুশি মুম্বই সমর্থকরা। রোহিত শর্মাকে সরিয়ে এবার হার্দিককে ক্যাপ্টেন করা হয়েছে। ২০২৪ আইপিএলের জন্য ১৫ কোটি টাকার অল ক্যাশ ডিলে মুম্বই দলে আসেন পান্ডিয়া।

তবে মুম্বই সমর্থকরা খুশি হলেও, সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে। বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে বোলিং করতে গিয়ে চোট পান হার্দিক এবং তারপর থেকে বাইরেই রয়েছেন পান্ডিয়া। তা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। তাঁদের দাবি, ভারতীয় দলের হয়ে খেলার সময়ই নাকি পাওয়া যায় না তাঁকে। আইপিএল-এর আগে ফিট হওয়ার কথা জানাচ্ছেন তিনি। তবে হার্দিক নিজে কখনোই বলেননি তিনি ভারতের হয়ে খেলবেন না। তা হলে এমন গুঞ্জন কেন? তা যদিও জানা যায়নি। 

আরও পড়ুন

ট্রোলড হলেন হার্দিক

আইপিএল-এ ভাল পারফর্ম করতে পারলেই যে খুলে যাবে টি২০ বিশ্বকাপের দরজা তা তিনি ভালই জানেন। তাঁর মতো অলরাউন্ডারকে দলের বাইরে রাখাই কঠিন। চার ওভার বল করতেও সমস্যা হবে না হয়ত। তবে নিয়মিত তা করা কঠিন হতে পারে মুম্বই ক্যাপ্টেনের পক্ষে। ব্যাট হাতে সাম্প্রতিক সময়ে ভাল পারফর্ম করতে না পারলেও, দারুণ ইনিংস খেলেছেন বিভিন্ন সময়ে। তাই 

Read more!
Advertisement
Advertisement