Advertisement

IPL 2022 : হার্দিকদের দলের নাম ঘোষিত, কী নামে খেলবে আহমেদাবাদ?

বিবৃতিতে গুজরাট টাইটানস বলেছে, 'পঞ্চদশ আইপিএল খেলতে নামার আগে এই টুর্নামেন্টের ঐতিহ্যের কথা মাথায় রাখতে চাই। এই লিগ থেকে প্রচুর আন্তর্জাতিক ক্রিকেটার তৈরি হয়েছে। তাদের অনেকেই কিংবদন্তি। আমাদের দল সেই ঐতিহ্যকেই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাবে।'

হার্দিক পান্ডিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Feb 2022,
  • अपडेटेड 3:08 PM IST

আইপিএল ২০২২-এর মেগা নিলামের আগেই দলের নাম ঘোষণা করে দিল আহমেদাবাদ। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দলের নাম 'গুজরাট টাইটানস' (Gujarat Titans)। ১০ দলের এই আইপিএল-এ (IPL) এবারেই যোগ দিয়েছে আহমেদাবাদ টাইটানস ও লখনউ সুপার জায়েন্টস (Luckhnow Super Giants)। অনেকদিন আগেই দলের নাম ঘোষণা করে দিয়েছিল লখনউ। এবার আহমেদাবাদও তাদের দলের নাম জানিয়ে দিল। সিভিসি ক্যাপিটালসের তরফ থেকে জানিয়ে দেওয়া হল আহমেদাবাদ দলের নাম। দলের নাম ঘোষণা করতে কিছুটা দেরি করলেও দলের তিন ক্রিকেটারকে নিতে সময় নষ্ট করেনি তারা। ১৫ কোটি টাকার বিনিময়ে তারা সই করিয়েছে ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। আট কোটি টাকার বিনিময়ে শুভমন গিলকে (Subhman Gill) নিয়েছে আহমেদাবাদ টাইটানস। আরও ১৫ কোটি টাকা খরচ করে আগফান স্পিনার রশিদ খানকে (Rashid Khan) নিয়েছে গুজরাট টাইটানস।

বিবৃতিতে গুজরাট টাইটানস বলেছে, 'পঞ্চদশ আইপিএল খেলতে নামার আগে এই টুর্নামেন্টের ঐতিহ্যের কথা মাথায় রাখতে চাই। এই লিগ থেকে প্রচুর আন্তর্জাতিক ক্রিকেটার তৈরি হয়েছে। তাদের অনেকেই কিংবদন্তি। আমাদের দল সেই ঐতিহ্যকেই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাবে।'

আরও পড়ুন: ভারতে শততম একদিনের ম্যাচ খেলতে নামছেন বিরাট, সেঞ্চুরি পাবেন কি?

গুজরাট টাইটানস দলের সিইও সিদ্ধার্থ প্যাটেল বলেন, ''আমরা আইপিএল-এর মেগা নিলামের জন্য তৈরি। আশা করব শুধু ভাল ক্রিকেটার নয় এমন ক্রিকেটারদের দলে নিতে চাই যারা বাকিদের অনিপ্রাণিত করবে ভাল খেলতে। আমাদের দলের সমর্থকরা খুবই উৎসাহী। সেই কারণেই আমরা দলের নাম টাইটানস রেখেছি।''

দল গঠনে এগোলেও দলের নাম কী হবে তা নিয়ে চিন্তায় ছিলেন আহমেদাবাদ সমর্থকরা। তবে শুধু দল গঠন নয়, আহমেদাবাদ কোচিং স্টাফদের নামও ঠিক করে ফেলেছে। মেন্টর হিসেবে গুজরাট টাইটানস দলে রয়েছেন ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের কোচ গ্যারি কার্স্টেন। হেড কোচ আশিস নেহেরা। ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী দলে ছিলেন তিনিও।  ১২ ও ১৩ ফেব্রুয়ারি আইপিএল-এর মেগা নিলামের আগে গুজরাট টাইটানসের কাছে রয়েছে ৫২ কোটি টাকা। মেগা নিলামেও বেশ কিছু চমক দিতে পারে আইপিএল-এ সদ্য যোগ দেওয়া এই দল।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement