বিশ্বের যে কোনও বোলারই চান ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির (Virat Kohli) উইকেট নিতে। পাকিস্তানের (Pakistan) বোলার হ্যারিস রাউফের (Haris Rauf) লক্ষ্যও একই। টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) হ্যারিসকেই দুটি ছক্কা হাঁকিয়ে ভারতের জয় নিশ্চিত করেছিলেন প্রাক্তন অধিনায়ক। ফলে তাঁর উইকেট নিয়ে বদলা নিতে চাইবেন পাক পেসার তাতে আর নতুন কী?
তবে শুধু বিরাটের উইকেট নেওয়ার ইচ্ছে প্রকাশ করেই থেমে থাকেননি পাক বোলার। তিনি আউট করতে চান বাবর আজমকেও (Babar Azam)। পাক অধিনায়কের সামনেই এই কথা জানান হ্যারিস।। দুই তারকার কথাবার্তার এই ভিডিও শেয়ার করেছে পাকিস্তান সুপার লিগের (Pakistan Super League) দল লাহোর কালান্দার্স (Lahore Qalandars)। পেশোয়ার জালমির (Peshawar Zalmi) অধিনায়ক বাবর আজমকে বলেন, 'যাই হোক আমি তোমার উইকেট নিতে চাই। বিরাট আর তুমি বাকি রয়েছো। কেন উইলিয়ামসন (Kane Williamson) স্লিপে দুইবার ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছে। আমি তিন-চারজন ক্রিকেটারের উইকেট নিতে চেয়েছি।'
আরও পড়ুন: ১০৯-এ অলআউট, ইন্দোর টেস্টে প্রথম দিনেই মুখ থুবড়ে পড়ল ভারত
টি২০ বিশ্বকাপে মেলবোর্নে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচে বিরাট দারুণ দু'টি ছক্কা মেরেছিলেন। অনেকেই সেই সময় বলেছিলেন, এ রকম ছক্কা একবারই মারা যায়। এরপর রাউফ বলেন, 'ক্রিকেট সম্পর্কে যাদের জ্ঞান আছে তাঁরা জানেন বিরাট কেমন ব্যাটার। আবারও যদি এই শট খেলতে বলা হয় বিরাটকে, তাহলে আর পারবে না। ওই ধরনের শট খেলা খুব কঠিন। টাইমিং একদম ঠিকঠাক হয়েছিল।'
আরও পড়ুন: জল্পনাই সত্যি! তৃতীয় টেস্টে বাদ কেএল রাহুল
রাউফের আবদার শুনে বাবর আজমও রসিকতা করে বলেন, 'তুমি তো আমাকে অনুশীলনে আউট করেছিলে। সেটার কথা বলছো না কেন?'' বাবরের কথা শুনে হাসতে থাকেন রাউফ। তিনি বলেন, 'আমি ম্যাচে উইকেট নিতে চাই।' বাবর প্যাভেলিয়ানে যাওয়ার আগে বলে যান, 'ঈশ্বর সকলের মঙ্গল করুন।' এই বছরে এশিয়া কাপেও ফের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ২৩ সেপ্টেম্বর মুখোমুখি হতে পারে দুই দল।