Advertisement

Harmanpreet Kaur: স্ট্যাম্প ভাঙা-আম্পায়ারদের সঙ্গে বচসা, নির্বাসনে হরমনপ্রীত?

আরও বড় শাস্তি পেতে চলেছেন ভারতের মহিলা দলের (Indian Women Cricket Team) ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) তৃতীয় একদিনের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে বিরক্ত হয়ে ব্যাট দিয়ে মেরে উইকেট ভেঙে দেওয়ায় দুই ম্যাচ সাসপেন্ড হচ্ছেন ভারতীয় দলের ক্যাপ্টেন।

হরমনপ্রীত কৌরহরমনপ্রীত কৌর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jul 2023,
  • अपडेटेड 2:56 PM IST

আরও বড় শাস্তি পেতে চলেছেন ভারতের মহিলা দলের (Indian Women Cricket Team) ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) তৃতীয় একদিনের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে বিরক্ত হয়ে ব্যাট দিয়ে মেরে উইকেট ভেঙে দেওয়ায় দুই ম্যাচ সাসপেন্ড হচ্ছেন ভারতীয় দলের ক্যাপ্টেন।


টি২০ সিরিজে ২-১ ব্যবধানে জেতার পর, ওয়ানডে সিরিজে শুরুটা একেবারেই ভালো হয়নি ভারতের মহিলা দলের। প্রথম ম্যাচে ৮০ রানে হেরে যায় তারা। দ্বিতীয় ম্যাচে যদিও ১০৮ রানে বাংলাদেশকে হারায় ভারতীয় দল। তৃতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই চলে। টাই হয়ে যায় ম্যাচ। আর সেই ম্যাচেই এমন কান্ড ঘটান হরমনপ্রীত। ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় ব্যাট দিয়ে উইকেট ভাঙেন হরমনপ্রীত। শুধু তাই নয়, ম্যাচের পরও নানা বিতর্ক। নির্বাসিত হতে পারেন ভারতীয় দলের ক্যাপ্টেন। শুধু আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা ময়, ম্যাচের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও আম্পায়ারদের ডেকে নিতে বলেন তিনি।


কিছুদিন পরেই এশিয়ান গেমসে খেলতে নামছে ভারতীয় মহিলা দল। নেতৃত্ব দেওয়ার ভার রয়েছে হরমনপ্রীতের কাঁধেই। প্রথম দুই ম্যাচে তাঁকে পাওয়া যাবে কি না তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘সরঞ্জাম নষ্ট এবং ম্যাচ অফিসিয়ালদের সমালোচনা। এর জেরে অন্তত তিন ডিমেরিট পয়েন্ট হতে পারে। সেক্ষেত্রে হয়তো শুধুই আর্থিক জরিমানা হবে। এর চেয়ে বেশি অর্থাৎ ৪ ডেমেরিট পয়েন্ট হলে এশিয়ান গেমসে প্রথম দু-ম্যাচে পাওয়া যাবে না হরমনপ্রীতকে।’ ম্যাচের পরই অফিসিয়ালরা আইসিসিকে রিপোর্ট জমা দিয়েছেন তবে ঠিক কী রয়েছে সেই রিপোর্টে তা এখনও জানা যায়নি। আইসিসিও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। যা পরিস্থিতি তাতে হরমনপ্রীতের কড়া শাস্তির সম্ভাবনাই থাকছে।


ভারতের মহলা দলের শুধু নয়, গোটা ভারতের ক্রিকেটের আইকন হরমনপ্রীত। তাঁর এমন আচরণ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এর মাঝে নির্বাসন হলে সমস্যা আরও বাড়বে।    
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement