Advertisement

India Asia Cup 2022: শ্রীলঙ্কার কাছেও হার, কী কী ঘটলে এশিয়া কাপে ফাইনালে যেতে পারে ভারত?

ফাইনালে যাওয়ার অঙ্ক বেশ কঠিন ভারতের জন্য। বুধবার আফগানিস্তানের মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচে আফগানিস্তানকে হারতে হবে। সেক্ষেত্রে, বাবর আজমদের (Babar Azam) পয়েন্ট থাকবে ২। ভারত এরপর আফগানিস্তানের মুখোমুখি হবে। সেই ম্যাচে ভারতকে জিততেই হবে।

টিম ইন্ডিয়া (পিটিআই)টিম ইন্ডিয়া (পিটিআই)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Sep 2022,
  • अपडेटेड 12:52 PM IST
  • ফাইনালে যাওয়া কঠিন ভারতের জন্য
  • শ্রীলঙ্কার বিরুদ্ধেও হেরে গেল টিম ইন্ডিয়া

পাকিস্তানের বিরুদ্ধে হারের পর শ্রীলঙ্কার বিরুদ্ধেও হেরে গিয়ে এশিয়া কাপ (Asia Cup 2022) থেকে প্রায় ছিটকে যেতে বসেছে টিম ইন্ডিয়া (Team India)। সুপার ফোরের লড়াইয়ে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেটে হেরে যায় ভারতীয় দল (Indian Cricket Team)। এরপর মঙ্গলবার ফের শ্রীলঙ্কার বিরুদ্ধে ছয় উইকেটে হারতে হয় রোহিত শর্মার (Rohit Sharma) ভারতকে। ফলে সুপার ফোরের পয়েন্ট টেবিলে এখনও খাতাই খুলতে পারেনি টিম ইন্ডিয়া। দুটি ম্যাচ জিতে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। 

কীভাবে ফাইনালে যেতে পারে ভারত
ফাইনালে যাওয়ার অঙ্ক বেশ কঠিন ভারতের জন্য। বুধবার আফগানিস্তানের মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তানকে হারতে হবে। সেক্ষেত্রে, বাবর আজমদের (Babar Azam) পয়েন্ট থাকবে ২। ভারত এরপর আফগানিস্তানের মুখোমুখি হবে। সেই ম্যাচে ভারতকে জিততেই হবে। তাতে তারা ২ পয়েন্ট পাবে। অন্যদিকে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচেও পাকিস্তানকে হারতে হবে। তা হলে ২ পয়েন্টেই আটকে থাকবেন বাবররা। সেক্ষেত্রে ভারতের একটা সুযোগ থাকবে।

আরও পড়ুন

বড় ব্যবধানে আফগানিস্তানকে হারাতে হবে

বড় ব্যবধানে রশিদ খানদের হারাতে না পারলে ভারতের সামনে সুযোগ থাকবে না। কারণ পাকিস্তান যদি বাকি দু'টো ম্যাচও হেরে যায় আর ভারত যদি রশিদ খানদের হারিয়ে দেয় তবে ভারত,পাকিস্তান ও আফগানিস্তান ৩ দলের পয়েন্ট সমান হবে। তিন দলই ২ পয়েন্ট-এ থাকবে। সেক্ষেত্রে রানরেট বিচার হবে। তাই আফগানিস্তানের বিরুদ্ধে রানরেট বাড়িয়ে রাখতেই হবে ভারতকে। 

ফাইনালে মুখোমুখি হওয়ার সুযোগ নেই ভারত-পাকিস্তানের
ইতিমধ্যেই ফাইনালে যাওয়ার পথে এক পা বাড়িয়ে রেখেছে শ্রীলঙ্কা। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৪। শীর্ষে রয়েছে তারা। ফলে এটা ধরে নেওয়াই যায়, ফাইনালে যাচ্ছে শ্রীলঙ্কা। এবার লড়াই ভারত ও পাকিস্তানের মধ্যে। পাকিস্তান মাত্র একটা ম্যাচ খেলেছে আর তাতে ভারতকে তারা হারিয়ে দিয়েছে। ফলে আর একটা ম্যাচ জিততে পারলেই তারাও পৌঁছে যেতে পারে ফাইনালে। ফলে এবারের এশিয়া কাপের ফাইনালে যাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ভারত জিতলে অবশ্যই ফাইনালে হবে ভারত ও শ্রীলঙ্কার।             

Advertisement

Read more!
Advertisement
Advertisement