Advertisement

IPL 2023: IPL-এর টিকিট বিক্রি শুরু, কীভাবে কাটবেন-দাম কত?

৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। তার আগেই শুরু হয়ে গেল টিকিট বিক্রি। দীর্ঘদিন পর হোম ও অ্যাওয়ে ভিত্তিতে শুরু হচ্ছে আইপিএল (IPL)। কোভিড সমস্যা কাটিয়ে এবার শুরু হচ্ছে আইপিএল। আর মাত্র ১৭ দিন বাকি আইপিএল শুরু হতে। তার আগেই শুরু হল টিকিট বিক্রি। ফলে টিকিটের চাহিদা খুব বেশি থাকবে বলেই মনে করা হচ্ছে। পেটিএম ইনসাইডারে আইপিএলের অনলাইন টিকিট বিক্রি হচ্ছে। শুধু পেটিএম ইনসাইডার নয়, বুক মাই শো থেকেও টিকিট কাটা যবে। 

আইপিএল টিকিট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Mar 2023,
  • अपडेटेड 6:44 PM IST
  • শুরু হয়েছে আইপিএল-এর টিকিট বিক্রি
  • কীভাবে কাটবেন টিকিট?

৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। তার আগেই শুরু হয়ে গেল টিকিট বিক্রি। দীর্ঘদিন পর হোম ও অ্যাওয়ে ভিত্তিতে শুরু হচ্ছে আইপিএল (IPL)। কোভিড সমস্যা কাটিয়ে এবার শুরু হচ্ছে আইপিএল। আর মাত্র ১৭ দিন বাকি আইপিএল শুরু হতে। তার আগেই শুরু হল টিকিট বিক্রি। ফলে টিকিটের চাহিদা খুব বেশি থাকবে বলেই মনে করা হচ্ছে। পেটিএম ইনসাইডারে আইপিএলের অনলাইন টিকিট বিক্রি হচ্ছে। শুধু পেটিএম ইনসাইডার নয়, বুক মাই শো থেকেও টিকিট কাটা যবে। 

কীভাবে বুক করা যাবে টিকিট?
কলকাতা নাইট রাইডার্সের প্রথম হোম ম্যাচ ইডেনে ৬ এপ্রিল। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ রয়্যাল  চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সেই ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। ওই ম্যাচের টিকিট কবে থেকে পাওয়া যাবে তা এখনও জানা যায়নি। লখনউ সুপারজায়ান্টসের ম্যাচ রয়েছে ১ এপ্রিল। সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হল মঙ্গলবার থেকে। লখনউ জানিয়েছে যে, এ দিন সন্ধ্যে ৬টা থেকে টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। অনলাইন ছাড়াও টিকিট বিক্রি হচ্ছে। স্টেডিয়ামে গিয়ে সেই টিকিট কাটতে হবে। গুজরাতের শুধু প্রথম ম্যাচেরই নয়, পরের দু’টি ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে। ৮০০ টাকায় টিকিট পাওয়া যাচ্ছে। সেটাই আইপিএলের সব থেকে কম দামের টিকিট।

আরও পড়ুন: ৩ বছর পর সেঞ্চুরি, উদ্দাম নাচ কোহলির, অনুষ্কা বললেন...

মোবাইলে পেটিএম ইনসাইডার বা বুক মাই শো ইনস্টল করতে হবে। অ্যাপে গিয়ে যে ম্যাচ আপনি দেখতে চান সেই ম্যাচ সিলেক্ট করতে হবে। ম্যাচের দিন দেখে নিয়ে, আপনি কত টাকার টিকিট কাটতে চান তা সিলেক্ট করতে হবে। এরপর সেই অনুযায়ী আপনি কোন জায়গায় বসে ম্যাচ দেখতে চান সেটাও সিলেক্ট করতে পারেন। ইউপিআই অথবা নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে আপনি আপনার টিকিট কাটতে পারেন।

Advertisement

আরও পড়ুন: ক্যাপ্টেন হার্দিক, দলে নেই শ্রেয়াস, ODI সিরিজে চাপে ভারত 

গুজরাত টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদের টিকিট এখন থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে। চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মতো অন্যান্য দলের টিকিট কিছুদিনের মধ্যেই পাওয়া যাবে।       

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement