Advertisement

Super Cup 2023: শুরু হচ্ছে সুপার কাপ, কোথায়-কীভাবে দেখবেন মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু হচ্ছে সুপার কাপ (Super Cup 2023)। আইএসএল-এর (ISL) পর এবার সুপার কাপ জেতার লক্ষ্যে নামছে মোহনবাগান (Mohun Bagan)। আর ব্যর্থতা ঢাকতে নামবে ইস্টবেঙ্গল (East Bengal) কেরলের মাঞ্জেরি ও কোঝিকোড়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। তবে সুপার কাপের ম্যাচগুলি টিভি কিংবা ওটিটিতে কোথায় দেখা যাবে? এই নিয়ে প্রশ্ন রয়েছে ফুটবলপ্রেমীদের মনে। আইএসএল হটস্টারে দেখানো হলেও সুপার কাপ দেখা যাবে না।

সুপার কাপে নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Apr 2023,
  • अपडेटेड 8:01 PM IST
  • ৮ এপ্রিল থেকে শুরু সুপার কাপের মূলপর্বের ম্যাচ
  • ফ্যানকোডে দেখা যাবে লাইভস্ট্রিমিং

আর মাত্র কয়েকদিন পরেই শুরু হচ্ছে সুপার কাপ (Super Cup 2023)। আইএসএল-এর (ISL) পর এবার সুপার কাপ জেতার লক্ষ্যে নামছে মোহনবাগান (Mohun Bagan)। আর ব্যর্থতা ঢাকতে নামবে ইস্টবেঙ্গল (East Bengal) কেরলের মাঞ্জেরি ও কোঝিকোড়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। তবে সুপার কাপের ম্যাচগুলি টিভি কিংবা ওটিটিতে কোথায় দেখা যাবে? এই নিয়ে প্রশ্ন রয়েছে ফুটবলপ্রেমীদের মনে। আইএসএল হটস্টারে দেখানো হলেও সুপার কাপ দেখা যাবে না।

কোথায় দেখা যাবে সুপার কাপ?
সুপার কাপের গ্রুপ পর্ব, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ লাইভ দেখা যাবে। টিভিতে সোনি স্পোর্টস টু চ্যানেলে দেখানো হবে সুপার কাপের (Super Cup 2023) মূলপর্বের ম্যাচগুলি। লাইভ স্ট্রিমিং দেখতে হলে ফ্যানকোড অ্যাপে লগইন করতে হবে। যদিও ফ্রিতে এই টুর্নামেন্ট দেখা যাবে না। এক মাসের সাবস্ক্রিপশন নিতে ১৯৯ টাকা লাগবে। তবে এখানে প্রতি ম্যাচের হিসেবেও টাকা দেওয়া যায়। শুধু এই টুর্নামেন্ট দেখতে হলে দিতে হবে ৭৯ টাকা।

৩ এপ্রিল থেকে শুরু হবে সুপার কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলি। ৮ এপ্রিল থেকে মূলপর্বের ম্যাচ শুরু হবে। ২১ ও ২২ এপ্রিল হবে দু'টি সেমিফাইনাল, আর ফাইনাল হবে ২৫ এপ্রিল।

আরও পড়ুন: অবশেষে 'ডার্বি' জয় ইস্টবেঙ্গলের, ক্লেইটন-হিমাংশুর গোলে মানরক্ষা

সুপার কাপ গ্রুপ:
গ্রুপ A:  কেরল ব্লাস্টার্স এফসি, বেঙ্গালুরু এফসি, রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি এবং কোয়ালিফায়ার ১ এর বিজয়ী

গ্রুপ B:  হায়দরাবাদ এফসি, ওড়িশা এফসি, ইস্টবেঙ্গল এফসি এবং কোয়ালিফায়ার ৩ এর বিজয়ী

গ্রুপ C:  এফসি গোয়া, এটিকে মোহনবাগান, জামশেদপুর এফসি, এবং কোয়ালিফায়ার ২ এর বিজয়ী

গ্রুপ D:  মুম্বই সিটি এফসি, চেন্নাইয়িন এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, এবং কোয়ালিফায়ার ৪ এর বিজয়ী

Advertisement

আরও পড়ুন: হামিল না স্লাভকো? কোন ডিফেন্ডারকে ছাঁটতে পারে মোহনবাগান

এটিকে-মোহনবাগানের (ATK Mohun Bagan) সূচী-

১০ এপ্রিলঃ- এটিকে-মোহনবাগান (ATKMB) বনাম বিজয়ী কোয়ালিফাইয়ার-২ (WQ2), ইএমএস স্টেডিয়াম-কোঝিকোড়
১৪ এপ্রিলঃ-  এটিকে-মোহনবাগান ATKMB) বনাম জামশেদপুর এফসি (JFC), ইএমএস স্টেডিয়াম-কোঝিকোড়
১৮ এপ্রিলঃ- এটিকে-মোহনবাগান (ATKMB) বনাম এফসি গোয়া (FCG), ইএমএস স্টেডিয়াম-কোঝিকোড়

ইস্টবেঙ্গলের (East Bengal) সূচী 

৯ এপ্রিলঃ- ইস্টবেঙ্গল (EB) বনাম ওড়িশা এফসি (OFC), পায়ানাদ স্টেডিয়াম-মাঞ্জেরি
১৩ এপ্রিলঃ- ইস্টবেঙ্গল (EB) বনাম হায়দরাবাদ এফসি (HFC), পায়ানাদ স্টেডিয়াম-মাঞ্জেরি 
১৭ এপ্রিলঃ-  ইস্টবেঙ্গল (EB) বনাম বিজয়ী কোয়ালিফাইয়ার-৩ (WQ3), পায়ানাদ স্টেডিয়াম-মাঞ্জেরি 

অন্যদিকে মহামেডান স্পোর্টিং (Mohammedaan Sporting), এই মরশুমে অষ্টম স্থানে শেষ করেছে তাদের আই লিগ অভিযান। তাই তাদেরকে খেলতে হবে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement