Advertisement

How to Watch FIFA World Cup 2022 Free online Live Stream: মোবাইল-ল্যাপটপ-ডেস্কটপে কীভাবে অনলাইনে ফ্রি-তে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ?

FIFA World Cup 2022 Free Live Stream: রবিবার প্রথম ম্যাচে খেলবে কাতার ও ইকুয়েডর। মরুভূমির দেশ কাতারে গ্রীষ্মের দাবদাহ এড়াতে এই প্রথম নভেম্বর ও ডিসেম্বরে ফুটবল বিশ্বকাপ হচ্ছে। 

ফুটবল বিশ্বকাপ ২০২২ফুটবল বিশ্বকাপ ২০২২
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Nov 2022,
  • अपडेटेड 9:44 AM IST
  • ৪টি করে দলের ৮ গ্রুপ
  • প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে কোয়ার্টার ফাইনালে যাবে ৮টি দল
  • কোন টিভি চ্যানেলে দেখা যাবে FIFA World Cup 2022?
  • অনলাইনে কীভাবে ফ্রি-তে দেখা যাবে  FIFA World Cup 2022?

How to watch FIFA World Cup 2022: ফিফা বিশ্বকাপ ২০২২ (FIFA World Cup 2022) শুরু হতে চলেছে রবিবার। এবারের বিশ্বকাপের আসর বসছে কাতারে (Qatar World Cup 2022)। ৩২টি দল ৬৪টি ম্যাচ খেলবে। ২৯ দিন ধরে চলবে বিশ্বকাপ। এই প্রথম FIFA World Cup আয়োজন করা হচ্ছে মধ্যপ্রাচ্যে।

৪টি করে দলের ৮ গ্রুপ

ফিফা বিশ্বকাপ ২০২২ (FIFA World Cup 2022)-এ মোট ৩২টি দল অংশ নিচ্ছে। ৪টি করে দল নিয়ে মোট ৮টি গ্রুপ তৈরি করা হয়েছে। প্রত্যেক টিম গ্রুপ স্টেজে নিজেদের গ্রুপের বাকি দলগুলির সঙ্গে ১টি করে ম্যাচ খেলবে। প্রত্যেক গ্রুপে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা টিম রাউন্ড-১৬ (প্রি-কোয়ার্টার ফাইনাল)কোয়ালিফাই করবে। গ্রুপ ম্যাচে জয়ের জন্য আরও তিনটি ম্যাচে ড্র হলে, দুই দল ১ পয়েন্ট করে পাবে। পরাজিত দল কোনও পয়েন্ট পাবে না। যদি কোনও গ্রুপে দুই বা তার বেশি টিমের পয়েন্ট সমান হয়, সেক্ষেত্রে গোল পার্থক্য দেখা হবে।

আরও পড়ুন

ফুটবল বিশ্বকাপ ২০২২

প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে কোয়ার্টার ফাইনালে যাবে ৮টি দল

প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ৮টি দল কোয়ার্টার ফাইনালে যাবে। এরপর কোয়ার্টার ফাইনাল স্টেজের পর সেমি ফাইনাল হবে। সেমি ফাইনাল থেকে উঠে আসা দুই দলের মধ্যে ফাইনাল হবে। সেমিফাইনালে পরাজিত দল তৃতীয় স্থানের জন্য খেলবে। নক-আউট ম্যাচে যদি নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকে, তা হলে ম্যাচ অতিরিক্ত সময় খেলা হবে। অতিরিক্ত সময়েও যদি অমীমাংসিত থাকে, তখন পেনাল্টি শ্যুট-আউটে জয়-পরাজয় নির্ধারিত হবে।

রবিবার প্রথম ম্যাচে খেলবে কাতার ও ইকুয়েডর। মরুভূমির দেশ কাতারে গ্রীষ্মের দাবদাহ এড়াতে এই প্রথম নভেম্বর ও ডিসেম্বরে ফুটবল বিশ্বকাপ হচ্ছে। 

কোন টিভি চ্যানেলে দেখা যাবে FIFA World Cup 2022?

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২২ টিভি-তে সম্প্রচার করবে Sports18 ও Sports18 HD।

মোবাইলে লাইভ স্ট্রিম বা অনলাইনে কীভাবে ফ্রি-তে দেখা যাবে  FIFA World Cup 2022?

ফিফা বিশ্বকাপ ২০২২ অনলাইনে দেখা যাবে JioCinema অ্যাপে। কোনও সাবস্ক্রিপশন ছাড়াই JioCinema অ্যাপে ফ্রি-তে ম্যাচ দেখা যাবে লাইভ। JioCinema ওয়েবসাইটেও ল্যাপটপ বা ডেস্কটপে ম্যাচ দেখতে পারবেন। Jio, Vi, Airtel ও BSNL সাবস্ক্রাইবার গ্রাহকরাও JioCinema-য় বিশ্বকাপ দেখতে পারবেন। ইংরেজি, হিন্দি, মালয়ালম, তামিল ও বাংলা-- এই ৫ ভাষার ধারাভাষ্যে ম্যাচ দেখা যাবে।

FIFA World Cup 2022 Final ম্যাচ হবে ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৮টায়। 
 

Read more!
Advertisement
Advertisement