Advertisement

ATK Mohun Bagan vs Hyderabad FC: হায়দরাবাদের বিরুদ্ধে হার, প্লে অফের রাস্তা আরও কঠিন করল মোহনাগান

আইএসএল-এর(ISL) শেষ পর্যায়ে এসে আবারও হেরে বসল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। মঙ্গলবার নিজামের শহরে হায়দরাবাদের (Hyderabad FC) বিরুদ্ধে ০-১ গোলে হেরে গেল তারা। শেষ ছয় ম্যাচে মাত্র একটা জয় পেয়েছে জুয়ান ফেরান্দোর (Juan Ferando) দল। এই জয়ের ফলে প্লে অফে জায়গা করে নিল হায়দরাবাদ। 

ওগবেচে
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Feb 2023,
  • अपडेटेड 6:02 AM IST
  • ০-১ গোলে হারল এটিকে মোহনবাগান
  • দ্বিতীয় স্থানে হায়দরাবাদ

আইএসএল-এর(ISL) শেষ পর্যায়ে এসে আবারও হেরে বসল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। মঙ্গলবার নিজামের শহরে হায়দরাবাদের (Hyderabad FC) বিরুদ্ধে ০-১ গোলে হেরে গেল তারা। শেষ ছয় ম্যাচে মাত্র একটা জয় পেয়েছে জুয়ান ফেরান্দোর (Juan Ferando) দল। এই জয়ের ফলে প্লে অফে জায়গা করে নিল হায়দরাবাদ। 

প্রথম থেকেই আগ্রাসী ফুটবল খেললেও স্ট্রাইকারের অভাবেই ভুগতে হল মোহনবাগানকে (Mohun Bagan)। গোল করতে পারলেন না দিমিত্রি পেত্রাতোসরা (Dimitri Petratos)। মোহনবাগান ফুটবলারদের পায়ে বেশি বল থাকলেও আসল কাজটাই করতে ব্যর্থ হয় এটিকে মোহনবাগান। শেষ দিকে একাধিক পরিবর্তন করে গোল তুলে নিতে চাইলেও হারতে হল মোহনবাগানকে। 

আরও পড়ুন: 'মোহনবাগানের আবেগ বোঝেননি জুয়ানরা', দল নিয়ে বিস্ফোরক দেবাশিস

শুরু থেকে আক্রমণ হলেও গোল করতে পারেনি কোনও দলই। ম্যাচের একমাত্র গোল এল ৮৬ মিনিটে। গোল করেন বার্থলোমিউ ওগবেচে (Bartholomew Ogbeche)। বাঁ দিক থেকে ওগবেচের জন্য বল বাড়িয়ে দেন বোর্হা হেরেরা। মোহনবাগানের স্লাভকো দামজানোভিচকে (Slavko Damjanovic) শরীরের দোলায় ছিটকে দিয়ে শট মারেন ওগবেচে। জোরাল সেই শট এটিকে মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইতের (Vishal Kaith) নাগাল এড়িয়ে জালে ঢুকে যায়। এটিকে মোহনবাগান ফুটবলারদের মত সুযোগ নষ্ট করেছেন হায়দরাবাদও। তবে শেষ পর্যন্ত কাজের কাজ করে ফেলায় ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুই নম্বর জায়গা পাকা করে ফেলল তারা।

আরও পড়ুন: 'দল ভাল খেললেই খুশি', ডার্বিতে জেতার আশা করছে না মোহনবাগান! 

১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চার নম্বর জায়গায় রয়েছে এটিকে মোহনবাগান। পাঁচ নম্বরে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। তাদের পয়েন্টও মোহনবাগানের সমান। ১৮ ম্যাচে ২৭ পয়েন্ট করে পেয়ে ছয় নম্বরে এফসি গোয়া (FC Goa)। সাত নম্বরে ওড়িশা এফসি (Odisha FC)। শেষ দুই ম্যাচে পয়েন্ট নষ্ট করলে প্লে অফে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে মোহনবাগানকে। তবে জিততে গেলে গোল করতে হবে। আর সেটাই করতে পারছেন না কিয়ান নাসিরি, মনবীর সিং বা পেত্রাতোসরা। আর সেখানেই সমস্যা হচ্ছে  দলের।           

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement