ইতিমধ্যেই টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) ফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান (Pakistan)। বুধবার নিউজিল্যান্ডকে প্রথম সেমি ফাইনালে হারিয়ে ফাইনালে উঠে গিয়েছেন বাবর আজমরা (Babar Azam)। তবে ভারতের ফাইনালে যাওয়ার পথে বাধা ইংল্যান্ড। আজ দ্বিতীয় সেমি ফাইনালে ইংল্যান্ডকে হারাতে পারলে ফাইনালে উঠবে ভারতীয় দল (Team India)। পাকিস্তানের জয়ের পর স্বাভাবিক ভাবেই দারুণ খুশি সে দেশের সমর্থক ও প্রাক্তন ক্রিকেটাররা। পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার চান ভারত ফাইনালে উঠুক।
সুপার ১২-এর বদলা নিতে চায় পাকিস্তান
বিশ্বকাপের শুরুতেই পাকিস্তানকে হারিয়ে গতবারের বদলা নিয়েছে ভারতীয় দল। আর এবার ফাইনালে পাকিস্তানের সামনে সুযোগ। ভারত যদি সেমি ফাইনাল জিতে যায়, তবে ফের পাকিস্তানের মুখোমুখি হবে। এমন অবস্থায় ভারতীয় দলের জন্য বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। আখতার বলেন, ''ভারত, আমরা মেলবোর্নে পৌঁছে অপেক্ষা করছি। আমি চাই আবারও মুখোমুখি হোক ভারত ও পাকিস্তান। এমন ফাইনালের জন্য গোটা বিশ্ব অপেক্ষায়।''
ভারতের জন্য অপেক্ষা করছে পাকিস্তান দলও
ফাইনালে ভারতই উঠুক চাইছেন পাক দলের অন্যতম কোচ ম্যাথু হেডেন। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন অজি ক্রিকেটার বলেন, ''আমরা ভারতের বিরুদ্ধে খেলতে চাই। দুই দেশের সমর্থকদের কথা ভেবেই বলছি। ভারত-পাকিস্তান যদি ফাইনাল ম্যাচে নামে তবে বিশ্বের তিন ভাগের এক ভাগ মানুষ এই ম্যাচটাই দেখবে।''
বাবরদের প্রশংসায় শোয়েব আখতার
পাকিস্তানের দারুণ কামব্যাকে মুগ্ধ পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার। আখতার বলেন, ''পাকিস্তান, দারুণ খেলেছে। এত মানুষের প্রার্থনাই পাকিস্তানকে ফাইনালে উঠতে সাহায্য করেছে। আমাদের কামব্যাক করার অভ্যাস রয়েছে। পাকিস্তান দুর্দান্ত ব্যাটিং করেছে।'' প্রথম সেমি ফাইনালে খেলতে নেমে কিউয়িদের ভুল ধরিয়ে দিলেন আখতার। তিনি বলেন, ''নিউজিল্যান্ডের প্রথমে বোলিং করা উচিত ছিল। তারা পিচটা বুঝতেই ভুল করে ফেলেছে।”
২০০৯ সালে শেষবার পাকিস্তান টি২০ বিশ্বকাপ জিতেছিল। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কাকে আট উইকেটে হারিয়ে বিশ্বকাপ জেতে পাকিস্তান।