Advertisement

ICC T20 World Cup 2022 Pakistan vs New Zealand: PAK-NZ ম্যাচে কে ওই রহস্যময়ী? ফ্লাইং KISS-এ সবাই 'ফিদা', VIDEO

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এক মহিলার ছবি। ভাইরাল হওয়া একটি ছবিতে সেই মহিলাকে পাকিস্তানের জয়ের জন্য প্রার্থনা করতে দেখা গিয়েছে।

পাকিস্তান ফ্যানপাকিস্তান ফ্যান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Nov 2022,
  • अपडेटेड 1:37 PM IST
  • পাকিস্তান ফ্যানের ভিডিও ভাইরাল
  • সিডনিতে ক্যামেরার দিকে কিস করতে দেখা যায় তাঁকে

অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) প্রথম সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও নিউজিল্যান্ড (Pakistan vs New Zealand)। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে কিউইদের সাত উইকেটে হারিয়ে জয় ছিনিয়ে নেয় পাকিস্তান (Pakistan)। পাকিস্তান জয়ের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এক মহিলার ছবি। ভাইরাল হওয়া একটি ছবিতে সেই মহিলাকে পাকিস্তানের জয়ের জন্য প্রার্থনা করতে দেখা গিয়েছে।

খেলা চলাকালীন বারে বারে এই মহিলাকে দেখা গিয়েছে। ফলে এই ছবিও ভাইরাল হয়েছে। ক্যামেরার দিকে তাকিয়ে ফ্লাইং কিস করতেও দেখা যায় পাক সমর্থক এই মহিলাকে। সাদা ফুল হাতা টি শার্ট পরা এই মহিলার বুকের ওপর পাকিস্তানের পতাকাও ছিল। 

আরও পড়ুন

শুরুতে ব্যাট করে পাকিস্তানের সামনে ১৫৩ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড। পাঁচ বোল বাকি থাকতেই সেই রান তুলে ফেলেন পাক ক্রিকেটাররা। সেমিফাইনালে জয়ের পর বাবর আজম ধন্যবাদ জানিয়েছেন সমর্থকদের। তিনি বলেন, 'সমর্থকদের ধন্যবাদ। আমাদের মনে হচ্ছিল, আমরা ঘরের মাঠে খেলছি। প্রথম ৬ ওভারে বল হাতে ভালো শুরু করতে পেরেছিলাম। পরের দিকে বল ভালভাবে ব্যাটে আসছিল না। ফাস্ট বোলাররা ভাল করেছে। আমরা ব্যাট করতে যাওয়ার আগে পরিকল্পনা করেই নেমেছিলাম যে আমরা পাওয়ারপ্লে ব্যবহার করব।''

বড় স্কোর করতে পারেনি কিউই দল

ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা একেবারেই ভাল হয়নি। ৪৯ রানে তিন উইকেট হারিয়েছিল তারা। এরপর কেন উইলিয়ামসন (৪৬ রান) ও ড্যারিল মিচেলের মধ্যে ৫০ বলে ৬৮ রানের জুটি গড়ে ওঠে, যার ফলে কিউই দল চার উইকেটে ১৫২ রানে পৌঁছে যায়। ড্যারিল মিচেল ৩৫ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলেন। পাকিস্তানের পক্ষে শাহীন আফ্রিদি দুটি ও নওয়াজ একটি করে উইকেট নেন। 

Advertisement

হাফ সেঞ্চুরি করেন বাবর-রিজওয়ান

জবাবে পাকিস্তান দল পাঁচ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান করে ফেলে। পাকিস্তান দলের জয়ের নায়ক ছিলেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। রিজওয়ান ৫৭ ও বাবর ৫৩ রান করেন। বাবর ও রিজওয়ান প্রথম উইকেটে ১২.৪ ওভারে ১০৫ রানের জুটি গড়ে তোলেন। সেই সময় মনে হচ্ছিল, পাকিস্তান ১০ উইকেটে ম্যাচ জিতে যেতে পারে। তবে তা না হলেও ম্যাচ জিততে বেগ পেতে হয়নি পাকিস্তানকে। 

Read more!
Advertisement
Advertisement