Advertisement

Shaheen Shah Afridi T20 World Cup: শ্বশুর আফ্রিদির পথেই জামাই, ভারতের তেরঙা যখন তুলে নিলেন শাহিন

পাকিস্তানের তারকা ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি সিডনিতে ভারতীয় ফ্যানদের সঙ্গে দেখা করে ভারতের পতাকা হাতে তুলে নেন। শুধু পতাকা হাতে নেওয়া নয়, সেই তেরঙ্গায় অটোগ্রাফও দিয়ে দেন পাকিস্তানের তারকা ফাস্ট বোলার। এর আগে তাঁর শ্বশুর, প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদিকেও এমনটা করতে দেখা গিয়েছিল। শাহিদের পদাঙ্ক অনুসরণ করলেন তাঁর জামাই শাহিন।

শাহীন শাহ আফ্রিদি ও শাহিদ আফ্রিদিশাহীন শাহ আফ্রিদি ও শাহিদ আফ্রিদি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Nov 2022,
  • अपडेटेड 11:39 AM IST
  • অটগ্রাফ দিলেন শাহিন
  • ভারতের পতাকায় সই শাহিনের

সুপার-১২-এর বাধা পেরিয়ে, টি২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2022) সেমিফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান (Pakistan)। আজ প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাক দল। সিডনিতে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচ। তবে এই ম্যাচ শুরু হওয়ার আগে দেখা গেল এক অন্যরকম দৃশ্য। তারকা ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি ( Shaheen Shah Afridi ) সিডনিতে ভারতীয় ফ্যানদের সঙ্গে দেখা করে ভারতের পতাকা হাতে তুলে নেন। 

শাহিদ আফ্রিদিও ভারতের পতাকা হাতে নিয়েছিলেন

শুধু পতাকা হাতে নেওয়া নয়, সেই তেরঙ্গায় অটোগ্রাফও দিয়ে দেন পাকিস্তানের তারকা ফাস্ট বোলার। এর আগে তাঁর শ্বশুর, প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদিকেও (Shahid Afridi) এমনটা করতে দেখা গিয়েছিল। শাহিদের পদাঙ্ক অনুসরণ করলেন তাঁর জামাই শাহিন।

আরও পড়ুন

পাকিস্তান দল সেমিফাইনাল ম্যাচ খেলতে সিডনি পৌঁছে গিয়েছে। সেই সময় ভারতীয় ফ্যানরা তাদের প্রিয় ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে চলে আসেন। তখন এক ভারতীয় দলের ভক্ত তেরঙ্গা হাতে নিয়ে পাক তারকা ফাস্ট বোলার শাহিন আফ্রিদির সঙ্গে দেখা করতে চলে যান। সেই সময়ই শাহিনের থেকে অটগ্রাফ চেয়ে বসেন ভারতের সেই সমর্থক। শাহিনও হাতে তেরঙ্গা ধরে অটগ্রাফ দিয়ে দেন। 

শাহিন, শাহিদ আফ্রিদির জামাই

শাহীদ আফ্রিদির মেয়ের সঙ্গে এনগেজমেন্ট করে ফেলেছেন তারকা ফাস্ট বোলার। ২০১৮ সালের শুরুতে সুইজারল্যান্ডে এক টুর্নামেন্ট চলাকালীন শাহিদ আফ্রিদিকেও তেরঙ্গা হাতে দাঁড়াতে দেখা গিয়েছিল। আর এবার শ্বশুরের পদাঙ্কই অনুসরণ করতে দেখা গেল শাহীনকে।

ছন্দে ফিরেছেন শাহিন  

সুপার-১২-এর ম্যাচ গুলিতে খুব ভাল ছন্দে ছিলেন না শাহিন। যদিও শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে চার ওভারে মাত্র ২২ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন পাক পেসার। শাহিনের দাপটেই ১২৭ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। সেখান থেকে জয় তুলে নিতে খুব বেশি বেগ পেতে হয়নি বাবরদের। চোট সারিয়ে ফিরে আসা ফাস্ট বোলার শাহিনের এই আগুন ঝরানো বোলিং, নিউজিল্যান্ডকে সেমিফাইনালের লড়াইয়ে নামার আগে যথেষ্ট চিন্তায় রাখবে।  

Advertisement
Read more!
Advertisement
Advertisement