Advertisement

ICC T20 World Cup 2024 Prize Money: টি২০ বিশ্বকাপে বিরাট পুরস্কার, চ্যাম্পিয়ন হলেই মার্কিন ডলারে মালামাল হবেন রোহিতরা

আইসিসি টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) রেকর্ড পুরস্কারমূল্যের কথা ঘোষণা করে দিয়েছে আইসিসি (ICC)। এবার টি২০ বিশ্বকাপে ২০টি দল অংশ নিয়েছে। আর তাই পুরস্কারমূল্যও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। প্রথমবার এত বড় ক্রিকেট টুর্নামেন্ট আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। শুধু চ্যাম্পিয়ন দল নয়, বড় অঙ্কের টাকা পেতে চলেছে রানার্স দলও। সবচেয়ে উল্ল্যেখযোগ্য ব্যাপার হল, ২০ নম্বরে থাকা দলও পাবে বড় অঙ্কের আর্থিক পুরস্কার।

টিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • ,
  • 29 Jun 2024,
  • अपडेटेड 12:55 PM IST

আইসিসি টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) রেকর্ড পুরস্কারমূল্যের কথা ঘোষণা করে দিয়েছে আইসিসি (ICC)। এবার টি২০ বিশ্বকাপে ২০টি দল অংশ নিয়েছে। আর তাই পুরস্কারমূল্যও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। প্রথমবার এত বড় ক্রিকেট টুর্নামেন্ট আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। শুধু চ্যাম্পিয়ন দল নয়, বড় অঙ্কের টাকা পেতে চলেছে রানার্স দলও। সবচেয়ে উল্ল্যেখযোগ্য ব্যাপার হল, ২০ নম্বরে থাকা দলও পাবে বড় অঙ্কের আর্থিক পুরস্কার।

২ জুন থেকে শুরু হয়েছে এবারের টি২০ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে বেশ কয়েকটি দল, বড় দলগুলিকে বেগ দিয়েছে। যার মধ্যে অন্যতম আফগানিস্তান। অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলেন রশিদ খানরা। ভারতীয় দল তাদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচ তো বটেই, তারপর একে একে পাকিস্তান, আমেরিকার বিরুদ্ধে জিতে সুপার এইটে পৌঁছে যায় রোহিত শর্মারা। ১৫ জুন কানাডার বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলেও, সুপার এইটে ভারতীয় দল আফগানিস্তান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমি ফাইনালে পৌঁছে যায়। ইংল্যান্ডকে শেষ চারের ম্যাচে হারিয়ে ফাইনালে পৌঁছায় রোহিত শর্মার দল।

  

যে দল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ জিতবে তারা আনুমানিক ২০.৩৬ কোটি টাকা ($2.45 মিলিয়ন) পাবে। টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো জয়ী দল পাবে এত পরিমাণ অর্থ। যেখানে ফাইনালে হেরে যাওয়া দল রানার আপ পাবে প্রায় ১০.৬৪ কোটি টাকা ($1.28 মিলিয়ন)। পাশাপাশি সেমিফাইনালে পৌঁছানো বাকি দুটি দলকে সমান দেওয়া হবে ৬.৫৪ কোটি টাকা ($787,500)। এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দল অংশ নিচ্ছে। সুপার-৮ (দ্বিতীয় রাউন্ড) না পেরোন প্রতিটি দলকে আইসিসি বিরাট পরিমাণ অর্থ দেবে। আইসিসি সবমিলিয়ে প্রায় ৯৩.৫১ কোটি টাকা বিতরণ করবে। নবম থেকে ১২তম জায়গায় থাকা দলগুলি প্রত্যেকে $247,500 (প্রায় ২০.৫৭ কোটি টাকা) পাবে। একই সঙ্গে, ১৩ তম থেকে ২০ তম স্থানে থাকা প্রতিটি দল পাবে $225,000 (প্রায় ১.৮৭ কোটি টাকা)। এ ছাড়াও, ম্যাচ জিতলে (সেমিফাইন এবং ফাইনাল বাদে) দলগুলি অতিরিক্ত $31,154 (প্রায় ২৫.৮৯ লক্ষ টাকা) পাবে। T20 বিশ্বকাপের জন্য মোট $11.2 মিলিয়ন (প্রায় ৯৩.৫১ কোটি টাকা) প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি
• বিজয়ী: প্রায় ২০.৩৬ কোটি টাকা
• রানার-আপ: ১০.৬৪ কোটি টাকা
• সেমিফাইনাল: ৬.৫৪ কোটি টাকা
• দ্বিতীয় রাউন্ড থেকে আউট: ৩.১৭ কোটি টাকা
• নবম থেকে ১২তম স্থানে থাকা দলগুলি: ২.০৫ কোটি টাকা
• ১৩ তম থেকে ২০ তম স্থানে থাকা দল গুলি: ১.৮৭ কোটি টাকা
• প্রথম এবং দ্বিতীয় রাউন্ডে জয়ী: ২৫.৮৯ লক্ষ টাকা

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement