সূর্যকুমার যাদবের ব্যাটিংয়ে তৃতীয় টি২০ ম্যাচে দাপটে জয় পেয়েছে ভারতীয় দল। ৪৪ বলে ৭৬ রান করে টি২০ ব্যাটারদের ক্রমতালিকায় দুই নম্বরে উঠে এলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। রোহিত শর্মারা তাঁর ইনিংসে ভর করেই সাত উইকেটে জিতে গেল ভারত। পাঁচ ম্যাচের টি২০ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল তারা।
এখনও অবধি ২২টি টি২০ ম্যাচে ২০টি ইনিংস খেলে ফেলেছেন সূর্যকুমার। শুধু ২ নম্বরে উঠে আসা নয়, এক নম্বরে থাকা বাবর আজমকে বিপদে ফেলে দিয়েছেন সূর্য। তাঁর রেটিং পয়েন্ট ৮১৬। যা বাবরের থেকে মাত্র দুই পয়েন্ট কম। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের দুটি টি২০ ম্যাচ এখনও বাকি রয়েছে। ফলে আগামী সপ্তাহে ফের র্যাঙ্কিং প্রকাশিত হবে। আর সেক্ষেত্রে এই ফর্মে থাকলে আগামী সপ্তাহেই বাবর আজমকে টপকে যাবেন সূর্যকুমার।
আরও পড়ুন: 'অন্য দলের সঙ্গে যুক্ত হয়ে খেলি না,' মোহনবাগান-কর্তাদের খোঁচা দেবব্রতর
গত বছরেই টি২০ আন্তর্জাতিকে অভিষেক হওয়ার পরে এখনও অবধি ৬৪৮ রান করে ফেলেছেন সূর্যকুমার। তাঁর গড় ৩৮.১১। স্ট্রাইক রেট ১৭৫.৬০। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে ১১৭ রানের দারুণ ইনিংস খেলেছিলেন সূর্য। গত মাসে ৪৪ নম্বর থেকে পাঁচ নম্বরে উঠে এসেছিলেন স্কাই। বাবর একদিনের আন্তর্জাতিকে এক নম্বরেই রয়েছেন বাবর। তবে টি২০ র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান হারাতে পারেন তিনি। কারণ বাবরের সামনে এখন টি২০ ম্যাচ নেই। এশিয়া কাপের আগে টি২০ ম্যাচ নেই পাকিস্তানের।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে, তৃতীয় টি২০ জিতল ভারত
টি২০ র্যাঙ্কিংয়ে সূর্যকুমার ছাড়া ভারতীয় দলের কেউ প্রথম ১০-এর মধ্যে নেই। ইশান কিশান রয়েছেন ১৪ নম্বরে। ২০ নম্বরে কেএল রাহুল। ২৫ নম্বরে শ্রেয়াস আইয়ার। ২৮ নম্বরে বিরাট কোহলি। বোলারদের তালিকায় আট নম্বরে ত্যেছেন ভূবনেশ্বর কুমার। যুজবেন্দ্র চাহাল রয়েছেন ২০ নম্বরে। অলরাউন্ডারদের মধ্যে দুই ধাপ উপরে উঠে ১৩ নম্বরে চলে এসেছেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় দল যদিও শীর্ষ স্থান ধরে রেখেছে। দুই নম্বরে রয়েছে ইংল্যান্ড। তিন নম্বরে বাবর আজমের পাকিস্তান। চারে দক্ষিণ আফ্রিকা ও পাঁচে নিউজিল্যান্ড।