Advertisement

Kolkata League: কলকাতা লিগ নিয়ে আপত্তি ইস্টবেঙ্গল-মহমেডানের, ফের জটিলতা

ইস্টবেঙ্গলের সঙ্গে ইমামির (Emami Group) চুক্তি সই এখনও হয়নি। ফলে দল গঠনও হয়নি। সব মিলিয়ে বিরাট চাপে বাংলার ফুটবল নিয়ামক সংস্থা। তবে মিটিংয়ে না আসা এটিকে মোহনবাগানকে ফের চিঠি পাঠাচ্ছে আইএফএ। শোনা যাচ্ছে এবার বেশ কড়া বার্তা দিতে চাইছেন আইএফএ কর্তারা। সবুজ-মেরুন ক্লাবের এমন আচরণে ক্ষুব্ধ আইএফএ। দুই ভাইস প্রেসিডেন্ট স্বরূপ রায় ও সৌরভ পালকে গোটা বিষয়ে এটিকে মোহনবাগানের সঙ্গে কথা বলতে বলা হয়েছে। সেই মত শনিবারই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে এটিকে মোহনবাগানকে। 

মহমেডান ও ইস্টবেঙ্গল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jul 2022,
  • अपडेटेड 12:57 PM IST
  • কলকাতা লিগের সূচী নিয়ে সমস্যা
  • কলকাতা লিগ কবে শুরু হবে তা নিয়ে ধোঁয়াশা

কথা ছিল ২০ জুলাই থেকে শুরু হতে পারে কলকাতা লিগ। তবে আপত্তি জানিয়েছে মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting) ও ইস্টবেঙ্গল (East Bengal)। দুই ক্লাবের দাবি, ৩১ জুলাই থেকে শুরু হোক লিগ। অন্যদিকে, এটিকে মোহনবাগানও অনিশ্চিত। এমন অবস্থায় লিগ নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে লিগ শেষ করতে হবে। এর মধ্যে এত ম্যাচ কী ভাবে করা সম্ভব তা আইএফএ কর্তারাও বুঝে উঠতে পারছেন না।

ইস্টবেঙ্গলের সঙ্গে ইমামির (Emami Group) চুক্তি সই এখনও হয়নি। ফলে দল গঠনও হয়নি। সব মিলিয়ে বিরাট চাপে বাংলার ফুটবল নিয়ামক সংস্থা। তবে মিটিংয়ে না আসা এটিকে মোহনবাগানকে ফের চিঠি পাঠাচ্ছে আইএফএ। শোনা যাচ্ছে এবার বেশ কড়া বার্তা দিতে চাইছেন আইএফএ কর্তারা। সবুজ-মেরুন ক্লাবের এমন আচরণে ক্ষুব্ধ আইএফএ। দুই ভাইস প্রেসিডেন্ট স্বরূপ রায় ও সৌরভ পালকে গোটা বিষয়ে এটিকে মোহনবাগানের সঙ্গে কথা বলতে বলা হয়েছে। সেই মত শনিবারই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে এটিকে মোহনবাগানকে। 

অন্যদিকে চুক্তি সই হয়নি ইস্টবেঙ্গলে। কবে হবে সই তা এখনও বলা যাচ্ছে না। মহমেডানও এক সপ্তাহে তিনটি ম্যাচ খেলা নিয়ে আপত্তির কথা জানিয়েছে। আপত্তি জানিয়েছে ২০ জুলাই থেকে কলকাতা লিগ চালুর ব্যাপারেও। গত মরশুমের মত এই মরশুমেও দু'টি গ্রুপ করে কলকাতা লিগ করার কথা ক্লাব গুলিকে প্রস্তাব দিয়েছিল আইএফএ। তবে তাতে রাজি হয়নি ক্লাব গুলি। তারা চেয়েছে রাউন্ড রবিন লিগ করে খেলা হোক। অর্থাৎ সমস্ত দল সমস্ত দলের সঙ্গে ম্যাচ খেলবে। তবে এ ক্ষেত্রে সময় বেশি লাগবে। আর সেটাই আইএফএ-এর কাছে চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে। 

Advertisement

আরও পড়ুন: চুক্তিজটে 'থমকে' ইস্টবেঙ্গল, কোন পথে সমাধান, কী চাইছেন সমর্থকরা?

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement