Advertisement

Ind vs Pak: আবার পাকিস্তান বধ টিম ইন্ডিয়ার, ৯০ রানে বড় জয় বৈভবদের

ছোটদের ভারত-পাক ম্যাচেও বড় জয় পেল টিম ইন্ডিয়া। অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে জেতার পর এবার পাকিস্তানকেও উড়িয়ে দিল ভারত। ৯৯ রানে জয় বৈভব সূর্যবংশীদের।

ছবি সৌজন্যে : Bcciছবি সৌজন্যে : Bcci
Aajtak Bangla
  • দুবাই ,
  • 14 Dec 2025,
  • अपडेटेड 6:52 PM IST
  • ছোটদের ভারত-পাক ম্যাচেও বড় জয় পেল টিম ইন্ডিয়া
  • আরব আমিরশাহির বিরুদ্ধে জেতার পর এবার পাকিস্তানকেও উড়িয়ে দিল ভারত

ছোটদের ভারত-পাক ম্যাচেও বড় জয় পেল টিম ইন্ডিয়া। অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে জেতার পর এবার পাকিস্তানকেও উড়িয়ে দিল ভারত।। ৯৯ রানে জয় বৈভব সূর্যবংশীদের। শুরুতে ব্যাট করতে নেমে ২৪১ রানের লক্ষ্য দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫০ রানেই সব উইকেট হারায় পাক দল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৬.১ ওভারে ২৪০ রান করে ভারত। ভারতীয় দলের শুরুটা ছিল খুবই খারাপ। ভারত ২৯ রানে প্রথম উইকেট হারায়। বৈভব সূর্যবংশী মাত্র ৫ রান করতে পারেন, তারপর মহম্মদ সায়ামের হাতে ক্যাচ অ্যান্ড বোল্ড হন। এরপর আয়ুশ মাহাত্রে এবং অ্যারন জর্জ দ্বিতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়েন। আয়ুশ ২৫ বলে ৪টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে ৩৮ রান করেন। আয়ুশের উইকেটও নেন সায়াম। বিহান মালহোত্রা (১২) এবং বেদান্ত ত্রিবেদী (৭ রান) হতাশ করেন। বেদান্তের আউটের সময় ভারতের স্কোর ছিল ১১৩/৪।

এরপর অ্যারন জর্জ এবং অভিজ্ঞান কুন্ডু ভারতীয় ইনিংসকে স্থিতিশীল করেন। তারা পঞ্চম উইকেটে ৬০ রানের জুটি গড়েন। এই জুটির সময় জর্জ ৫৭ বলে আটটি চার মেরে তার পঞ্চাশ রান করেন। একই ওভারে আব্দুল সুবহানের বলে জর্জ এবং কুন্ডু দুজনেই আউট হন। জর্জ ৮৮ বলে ৮৫ রান করেন, ১২টি চার এবং একটি ছক্কা মারেন, যেখানে কুন্ডু ২২ রান করেন।

অভিজ্ঞান কুণ্ডুর আউটের পর ব্যাট করতে নেমে কনিষ্ক চৌহান এক অসাধারণ ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। কনিষ্ক ৪৬ রান করেন, তিনটি চার ও দুটি ছক্কা মারেন। খিলান প্যাটেল (৬রান), হেনিল প্যাটেল (১২ রান) এবং দীপেশ দেবেন্দ্রন (১ রান) উল্লেখযোগ্য অবদান রাখতে ব্যর্থ হন। পাকিস্তানের হয়ে মোহাম্মদ সায়াম সর্বাধিক উইকেট নেন, তিনটি করে। আব্দুল সুবহান এবং নাকাব শফিক প্রত্যেকে দুটি করে উইকেট নেন।

Advertisement

ভারতের প্লেয়িং ইলেভেন: আয়ুষ মাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ, বিহান মালহোত্রা, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক), কনিষ্ক চৌহান, মিলন প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন, কিশান কুমার সিং, হেনিল প্যাটেল।

পাকিস্তান প্লেয়িং ইলেভেন: উসমান খান, সমীর মিনহাস, আলি হাসান বালুচ, আহমেদ হুসেন, ফারহান ইউসুফ। (অধিনায়ক), হামজা জহুর (উইকেটরক্ষক), হুজাইফা আহসান, নাকাব শফিক, আবদুল সুবহান, মোহাম্মদ সায়াম, আলী রাজা।

Read more!
Advertisement
Advertisement