Advertisement

India vs South Africa: DRS বিভ্রাট, মুখ পুড়ল অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের

টিম ইন্ডিয়ার ব্যাটিং তখন সবে শুরু হয়েছিল। সেই সময় ইশান কিষাণ এবং ঋতুরাজ গায়কওয়াড ওপেনিংয়ের দায়িত্ব নেন। প্রথম ওভারে DRS মাঠে কাজ করছিল না, অর্থাৎ আম্পায়ার কাউকে আউট দিলে ব্যাটসম্যানের রিভিউ করার সুযোগ ছিল না। তবে টিম ইন্ডিয়ার সাহায্য নেওয়ার প্রয়োজন হয়নি। কারণ ঈশান কিষাণ এবং ঋতুরাজ গায়কওয়াড অসাধারণ ব্যাটিং করেছেন। বিশেষত শুরু দিকে। উভয়েই প্রথম ১০ ওভারে ৯৭ রানের জুটি গড়ে তুলেছিলেন। এর ফলে টিম ইন্ডিয়া ১৭৯ স্কোরে পৌঁছে যায়।  

ইশান কিশান ও ঋতুরাজ গায়কোয়াডইশান কিশান ও ঋতুরাজ গায়কোয়াড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jun 2022,
  • अपडेटेड 3:42 PM IST
  • ম্যাচের শুরুতেই DRS নিয়ে সমস্যা
  • জিতল ভারত

ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে তৃতীয় টি-টোয়েন্টিতে (IND vs SA) টিম ইন্ডিয়া জিতেছে। এর সঙ্গেই, টিম ইন্ডিয়া সিরিজে লড়াইয়ে ফিরেছে। দক্ষিণ আফ্রিকা যদিও এখনও এগিয়ে ২-১ ব্যবধানে। মঙ্গলবার বিশাখাপত্তনমে খেলা এই ম্যাচে টিম ইন্ডিয়া যখন ব্যাট করছিল, তখন প্রযুক্তিগত সমস্যা হয়েছিল। ডিআরএস কিছু সময়ের জন্য মাঠে কাজ করা বন্ধ করে দিয়েছিল।
  
টিম ইন্ডিয়ার ব্যাটিং তখন সবে শুরু হয়েছিল। সেই সময় ইশান কিষাণ এবং ঋতুরাজ গায়কওয়াড ওপেনিংয়ের দায়িত্ব নেন। প্রথম ওভারে DRS মাঠে কাজ করছিল না, অর্থাৎ আম্পায়ার কাউকে আউট দিলে ব্যাটসম্যানের রিভিউ করার সুযোগ ছিল না। তবে টিম ইন্ডিয়ার সাহায্য নেওয়ার প্রয়োজন হয়নি। কারণ ঈশান কিষাণ এবং ঋতুরাজ গায়কওয়াড অসাধারণ ব্যাটিং করেছেন। বিশেষত শুরু দিকে। উভয়েই প্রথম ১০ ওভারে ৯৭ রানের জুটি গড়ে তুলেছিলেন। এর ফলে টিম ইন্ডিয়া ১৭৯ স্কোরে পৌঁছে যায়।  

ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ডিআরএস যখন কাজ করা বন্ধ করে দেয়, তখন সবারই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2022-এ চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে ম্যাচের কথা মনে পরে গিয়েছিল। এই বছর, মুম্বইয়ের ওয়াংখেড়ে মাঠে যে ম্যাচটি হয়েছিল, সেখানে কিছু সময়ের জন্য বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল। যার কারণে ডিআরএস কাজ করছিল না। আর এর প্রভাব পড়েছিল ম্যাচেও। তবে এদিন সেই ধরনের কোনও প্রভাব দেখতে পাওয়া যায়নি।  

আরও পড়ুন

প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া ১৭৯ রান করেছিল। টিম ইন্ডিয়ার হয়ে ইশান কিশান ৫৪ ও ঋতুরাজ গায়কওয়াড ৫৭ রান করেন। বল হাতে দারুণ শুরু করেন ভারতের বোলাররা। একটা সময় মনে হচ্ছিল ভারতের রান কিছুটা কম হয়েছে। কিন্তু বোলারদের দাপটে  টিম ইন্ডিয়া ৪৮ রানে ম্যাচ জিতে নেয়। সিরিজে ১-২ তে ফিরেছে। পরের ম্যাচ শুক্রবার সৌরাষ্ট্রে। ভারত ও দক্ষিণ আফ্রিকার সিরিজের শেষ ম্যাচ রবিবার বেঙ্গালুরুতে চিন্নাস্বামী স্টেডিয়ামে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement