Advertisement

India Vs South Africa T20 Series 4th Match: আজ হারলে সিরিজ-বিদায়, প্রথম একাদশে বদল আনছে ভারত?

India Vs South Africa T20 Series 4th Match: আজ হারলেই সিরিজ হাতছাড়া, একাদশে বদল আনছে ভারত? যেখানে সিরিজ বাঁচিয়ে রাখার লড়াই ভারতের, সেখানে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ জেতার হাতছানি।

সিরিজ বাঁচিয়ে রাখার লড়াই ভারতের, দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ জেতার হাতছানি
Aajtak Bangla
  • মুম্বই,
  • 17 Jun 2022,
  • अपडेटेड 1:36 PM IST
  • টি২০সিরিজে সমতা ফেরাতে নামছে ভারত
  • দু'দলের একাদশে কী বদল?
  • আজ হারলেই সিরিজ হাতছাড়া

India Vs South Africa T20 Series: দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ আজ শুক্রবার খেলা হবে। এই লড়াইয়ের সাক্ষী থাকবেন রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম এর দর্শকরা। সন্ধ্যা ৭ টায় খেলা। ভারতের কাছে সিরিজ বাঁচিয়ে রাখার লড়াই ভারতের, দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ জেতার হাতছানি।

সিরিজে সাউথ আফ্রিকা ২-১ এ এগিয়ে

আপাতত সিরিজে সাউথ আফ্রিকা ২-১ এ এগিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে মোকাবিলায় ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুজনের জন্যই কড়া লড়াই। দক্ষিণ আফ্রিকার কাছে যদিও আরও একটি সুযোগ রয়েছে। ভারত হেরে গেলে সিরিজ থেকে ছিটকে যাবে। ফলে ভারতের চাপ খানিকটা বেশি। দক্ষিণ আফ্রিকা এই ম্যাচ জিতে গেলে ভারত সিরিজে। সমতা ফেরাতে পারলে পঞ্চম ম্যাচ এর গুরুত্ব বেড়ে যাবে। 

তিন ম্যাচেই ভারত প্রথমে ব্যাট করে

সিরিজের শুরুতে দুটি ম্যাচ সাউথ আফ্রিকা জিতেছিল। দুটি ম্যাচই দক্ষিণ আফ্রিকা পরে এবং ভারত আগে ব্যাট করে। প্রথম দুটি ম্যাচে জিতলেও শেষ ম্যাচে আটকে গিয়েছে প্রোটিয়ারা। তৃতীয় ম্যাচে অতিথিরা ৪৮ রানে হেরে যায়।

হেড টু হেড

ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার পাল্লাই ভারী। দুই দলের মধ্যে মোট ১৮ টি টি-টোয়েন্টি খেলা হয়েছে। যার মধ্যে ১০টি ভারত জিতেছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ৮টিতে জিতেছে। তবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত পারফরম্যান্স ভালো করতে পারেনি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ টি টোয়েন্টি ম্যাচ খেলেছে। ভারত জিতেছে মাত্র ২টিতে। বাকিগুলিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা।

দুই দলের মধ্যে সম্ভাব্য প্লেইং ইলেভেন

ভারতীয় দল- ঈশান কিশান, ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, রিসব পন্ত, (অধিনায়ক, উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, আবেশ খান, ভুবনেশ্বর কুমার এবং যুজবেন্দ্র চাহাল।

Advertisement

দক্ষিণ আফ্রিকা দল- কুইন্টন ডি কক, তেম্বা বাভূমা( ক্যাপ্টেন) ডেভিড মিলার, হেনরিক ক্লাসেন (উইকেট কিপার), রাসি ফন ডার ডাসেন, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, এনরিক নর্কিয়া এবং তাব্রাইজ শামসি।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement