লখনউতে প্রথম টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে জিতে দ্বিতীয় টি২০ ম্যাচ খেলতে হিমাচল প্রদেশে পৌঁছেছে টিম ইন্ডিয়ার (Team India) ক্রিকেটাররা। ভারত এবং শ্রীলঙ্কার (India vs Sri Lanka) মধ্যে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ধর্মশালায়, যা বিশ্বের অন্যতম সুন্দর স্টেডিয়াম। টিম ইন্ডিয়া এই মাঠে টানা ১০ টি টি-টোয়েন্টি ম্যাচে জয়ের ধারা বজায় রাখার চেষ্টা করবে, তবে ম্যাচের আগে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আসলে, এই শুক্র এবং শনিবার উত্তর ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। শুক্রবার দিল্লি এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে, যেখানে ধর্মশালায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৯০ শতাংশ। এর সঙ্গে আবহাওয়াও ৭ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকতে পারে। ম্যাচে বৃষ্টির সঙ্গে ঠান্ডা থাকবে। বৃষ্টির কারণে ব্যাহত হতে পারে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।
সাহায্য পাবেন ফাস্ট বোলাররা
ধর্মশালার পিচ থেকে সবসময়ই ফাস্ট বোলাররা সাহায্য পেয়ে থাকেন। ধর্মশালার আবহাওয়া ও অবস্থা নতুন বলে ব্যাটারদের বিপক্ষে বোলারদের সাহায্য করে। লখনউতে ভুবনেশ্বর কুমার তাঁর দুই ওভারে দুটি উইকেট নিয়েছিলেন, এখানকার আবহাওয়া ভুভির পক্ষে অনুকূল হতে পারে। ভারতীয় ব্যাটসম্যানদেরও সুইং বোলিংয়ের বিরুদ্ধে কিছুটা লড়াই করতে দেখা যায়। তাই শ্রীলঙ্কারও সিরিজে ফিরে আসার লড়াই চালাবে।
বৃষ্টির কারণে পুরো ২০ ওভারের ম্যাচ হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। ভারতীয় দল ধর্মশালায় এখনও পর্যন্ত মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, যেখানে তাদের হারের মুখে পড়তে হয়েছে। ভারত ২০১৫ সালে এই মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলেছিল, যেখানে দক্ষিণ আফ্রিকা সাত উইকেটে জিতেছিল।
এই ম্যাচে রোহিত শর্মা (Rohit Sharma) সেঞ্চুরি করেন, কিন্তু জেপি ডুমিনির ৬৮ রানের ইনিংস রোহিতের সেঞ্চুরিকে ছাপিয়ে যায় এবং দক্ষিণ আফ্রিকা শেষ ওভারে ভারতীয় দলের দেওয়া ২০০ রানের লক্ষ্য পেরিয়ে যায়।