India VS Bangladesh Blind T20: গোটা বিশ্ব এখন মজে মেসি আর এমবাপে নিয়ে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ আর কয়েক ঘন্টা পরেই শুরু হতে চলেছে। ফলে সবার চোখ এখন ফুটবলের দিকে। কিন্তু এর মাঝেই নিঃশব্দে বিপ্লব ঘটে গিয়েছে। ভারতীয় ক্রিকেটে টি-টোয়েন্টিতে দৃষ্টিহীন বিশ্বকাপে ভারত, বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সকলের ফোকাস ফুটবলের দিকে থাকায় অনেকেই খোঁজ রাখেননি। কিন্তু ভারতীয় দল ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে নজির গড়েছে। যার ফলে খুশি ভারতীয়রা
বেঙ্গালুরু চেন্নাই স্টেডিয়ামে এই ম্যাচ খেলা হয়েছে। যেখানে ভারতীয় দল ১২০ রানের বিশাল জয় হাসিল করেছে। ভারত প্রথম ব্যাট করতে নেমে ২৭৭ রানের বড় স্কোর খাড়া করে। টিম ইন্ডিয়া শুধুমাত্র ২ উইকেট হারিয়ে এই স্কোর বানিয়েছে। জবাবের বাংলাদেশ টিম ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেটে শুধুমাত্র ১৫৭ রানই বানাতে পেরেছে। ফলে ২০২২ এর ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ভারতীয় দল নিজেদের দখলে নিয়েছে। আপনাকে জানিয়ে দিই যে, এটি তৃতীয়বার যখন ভারতীয় দল টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতল। এর আগে ২০১২ এবং ২০১৭-তে এই দেশটির ওয়ার্ল্ড কাপ ভারত নিজেদের কব্জায় নিয়েছিল।
History 🔺 Defending Champions India retains the #T20WorldCup in Blind Cricket. Their third straight WC trophy 🏆 pic.twitter.com/vIQXCKSmmG
ভারতীয় দলের পক্ষে দুটি সেঞ্চুরি হয়েছে এই দিন। ভারতের তরফ থেকে এই ম্যাচে দুটি শতক হাসিল হয়েছে। এর মধ্যে সুনীল রামেশের ৬৩ বলে ১৩৬ এবং অধিনায়ক অজয় রেড্ডি ৫০ বলে ১০০ রান করে টিম ইন্ডিয়াকে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৭৭ রান এনে দেয়। জবাবে বাংলাদেশ দল ২০ ওভারে ১৫৭ রান করতে পারে। তাদের ৩ টি উইকেট পড়লেও তারা রান তাড়া করতে পারেনি।
পরবর্তী ওয়ার্ল্ড কাপ ২০২৪এ খেলা হবে। এই ওয়ার্ল্ড কাপ পাকিস্তানে হবে। এবার ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছিল ভারতে। বর্তমান বিশ্বকাপে পাকিস্তানি খেলোয়ারদের ভিসা নিয়ে ব্যাপক সমস্যা তৈরি হয়।