তৃতীয় টি২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ম্যাচের নায়ক সূর্যকুমার যাদব। ৪৪ বলে ৭৬ রান করেন তিনি। তবে ভারতকে চিন্তায় রাখবে ক্যাপ্টেন রোহিত শর্মার চোট। তৃতীয় টি২০ ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা ধীরে করলেও উইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ। তার মধ্যেও ৭ ওভার ২ বলে ব্রেন্ডন কিং যখন আউট হন তখন দলের রান ৫৭। ২০ বলে ২০ রান করে ভুবনেশ্বর কুমারের বলে আউট হন। দারুণ ব্যাট করেছেন কাইল মেয়ার্স। ৫০ বলে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। ২৩ বলে ২২ রান করে আউট হন ক্যাপ্টেন নিকোলাস পূরান। মাত্র ১৪ বলে ২৩ রান করে আউট হন রোভমন পাওয়েল। ১২ বলে ২০ রান করেন শিমরন হেটমায়ার
২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ৪ ওভারে ৩৫ রান দিলেও দুই উইকেট নিয়েছেন ভূবনেশ্বর। হার্দিক পান্ডিয়া দারুণ বল করেছেন। চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে একটি উইকেট তুলে নেন তিনি। আর্শদীপ সিং নেন একটি উইকেট। চার ওভারে ৩৩ রান দেন তিনি।
আরও পড়ুন: কমনওয়েলথে 'স্বর্ণবর্ষা', এবার পুরুষদের টেবিল টেনিসে সোনা জয়
৫ বলে ১১ রান করে চোট পেয়ে মাঠ ছাড়েন রোহিত। তবে তাতে তৃতীয় ম্যাচে জিততে অসুবিধা হয়নি ভারতের। সূর্যকুমার ও শ্রেয়াস আইয়ার ১০৫ রানের জুটি গড়ে তোলেন। এই পার্টনারশিপই ভারতকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয়। ২৭ বলে ২৪ রান করে আউট হন শ্রেয়াস। সূর্যকুমারের ৪৪ বলে ৭৬ রানের ইনিংসে ছিল আটটা চার ও চারটে ছক্কা। ২৬ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন ঋষভ পন্ত। এদিন ওবেদ ম্যাককয় খুব একটা দাগ কাটতে পারেননি। ৪ ওভারে দেন ৩৪ রান।
আরও পড়ুন: অবশেষে চুক্তি সই ইস্টবেঙ্গলের, 'নতুন পথে যাত্রা' বললেন ইমামি কর্তা
ভারতের প্লেয়িং-১১: রোহিত শর্মা, ঋষভ পন্ত, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, আরশদীপ সিং
ওয়েস্ট ইন্ডিজ প্লেয়িং-১১: ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, ডেভন থমাস, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়, ডমিনিক ড্রেকস