ইডেনে অনুষ্ঠিত হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচ। বৃহস্পতিবারের ম্যাচের জন্য বিশেষ ট্রেন ও মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। ম্যাচের দিন রাতে এই বিশেষ ট্রেন ছাড়বে প্রিন্সেপ ঘাট থেকে যাবে বারাসাত পর্যন্ত। রাত ১০টা ৩৫ মিনিটে এই ট্রেন প্রিন্সেপ ঘাট থেকে ছাড়বে। বারাসাত পৌঁছবে রাত ১১টা ৫০ মিনিটে। এমনটাই জানানো হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে।
রাত অবধি মেট্রোও চলবে। আপ আর ডাউন দুই দিকেই। এক জোড়া স্পেশাল মেট্রো চালানো হবে ম্যাচের দিন। সাড়ে দশটার সময় এসপ্ল্যানেট থেকে একটি মেট্রো যাবে দক্ষিণেশ্বরের দিকে। আর অপর একটি ট্রেন একই সময় যাবে কবি সুভাষ পর্যন্ত। রাতে টিকিট কাউন্টারও খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীরা টিকিট কেটে বা স্মার্ট কার্ড রিচার্জ করে মেট্রোতে উঠতে পারবেন।
আরও পড়ুন: শ্রীলঙ্কা সিরিজের আগেই ধাক্কা ইন্ডিয়ার, ছিটকে গেলেন তারকা বোলার
ইডেনে দুপুর দেড়টায় শুরু ম্যাচ। রাত সাড়ে ন'টা বা দশটার মধ্যে এই ম্যাচ শেষ হয়ে যাওয়ার কথা। ফলে ইডেন গার্ডেন্সের মাঠ থেকে স্টেশনে যেতে বেশ কিছুটা সময় পাবেন সমর্থকরা। এই সময়ের মধ্যে পৌঁছে যাওয়া সম্ভব এসপ্ল্যানেট মেট্রো স্টেশনেও।
মঙ্গলবার গুয়াহাটিতে রোহিত শর্মারা প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবেন। টি২০ সিরিজে ভারত ২-১ ব্যবধানে জিতে গিয়েছে। এবার শুরু হচ্ছে একদিনের সিরিজ।
আরও পড়ুন:ভারতের মাটিতে রোহিতদের হারানোর কৌশল তৈরি অস্ট্রেলিয়ার, আসছে ৩ 'ব্রহ্মাস্ত্র'
একদিনের সিরিজের জন্য উভয় দলের স্কোয়াড
টিম ইন্ডিয়া: রোহিত শর্মা (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটরক্ষক), বিরাট কোহলি, শুভমান গিল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক।
শ্রীলঙ্কা: দাসুন শানাকা (অধিনায়ক), নুওয়ানিদু ফার্নান্দো, আবিষ্কা ফার্নান্দো, আশেন বান্দারা, পথুম নিসাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, চরিত আসলাঙ্কা, চামিকা করুণারত্নে, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাউইক্রমা (উইকেটরক্ষক), মাদুসদন, দুয়ান, মাদ্রাসা। ভেলালেজ, জেফরি ওয়েন্ডারসে, কাসুন রাজিথা, লাহিরু কুমারা এবং মহেশ শার্প।
একদিনের সিরিজের সময়সূচী:
১০ জানুয়ারি - প্রথম একদিনের ম্যাচ, গুয়াহাটি, দুপুর ১.৩০
১২ জানুয়ারী - দ্বিতীয় একদিনের ম্যাচ, কলকাতা, দুপুর ১.৩০
১৫ জানুয়ারী - তৃতীয় একদিনের ম্যাচ, তিরুবনন্তপুরম, দুপুর ১.৩০