নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) প্রথম টেস্টে অভিষেক হয়েছে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও কেএস ভরতের (KS Bharat)। টেস্টে অভিষেক হওয়া যে কোনও ক্রিকেটারের পক্ষেই বিশেষ এক মুহূর্ত। ভারতের এই উইকেটকিপার ব্যাটারকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে অভিষেকের জন্য। এই দারুণ মুহূর্তে ভরতের মা জড়িয়ে ধরেন তাঁর ছেলেকে। ছেলেকে আদর করার সেই মুহূর্তের ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
কেন দলে এলেন ভরত?
ভরতের অভিষেক সম্পর্কে আগেই জানা গিয়েছিল। কারণ, ঋষভ পন্তের (Rishabh Pant) অনুপস্থিতিতে টেস্টে কিপার হিসেবে ভরত ও ইশান কিশান দলে ছিলেন। দীর্ঘদিন টেস্ট দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি ভরত। অন্যদিকে কেএল রাহুল সীমিত ওভারের ক্রিকেটে উইকেট কিপিং করলেও টেস্টে তাঁকে উইকেটকিপার হিসেবে খেলানোর ঝুঁকি নিল না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে, ইশান কিশান থাকলেও তাঁকে সুযোগ দেওয়া হয়নি এই ম্যাচে।
অভিষেক হল সূর্যকুমারের
ধারাবাহিকভাবে সীমিত ওভারের ক্রিকেটে ভাল পারফর্ম করার পুরস্কার পেলেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম ম্যাচে টেস্টে অভিষেক করছেন তিনি। তবে বাদ পড়তে হয়েছে ফর্মে থাকা শুভমন গিলকে।
তিন স্পিনার খেলাচ্ছে ভারতীয় দল
পিচের কথা চিন্তা করে তিন স্পিনার খেলাচ্ছে ভারতীয় দল। দলে রয়েছেন দুই পেসারও। তিন পেসারের মধ্যে দুই বাঁ হাতি স্পিনার রয়েছেন। কুলদীপ যাদব সুযোগ না পেলেও দলে রয়েছেন অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা। জাদেজা দীর্ঘদিন পর ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। তিনি কেমন খেলেন সেটা দেখার। দলে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও। তিন স্পিনারই দারুণ ব্যাট করতে পারেন। এই সিরিজে যা ভারতের জন্য দারুণ হতে পারে। প্রথম দিনেই বল ঘুরতে দেখা যাচ্ছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পিচ আরও ভাঙবে বলেই আশা করা যায়। সেই কথা মাথায় রেখেই তিন স্পিনারকে দলে রেখেছে ভারতীয় দল।