Advertisement

India vs Australia 1st Test: দুর্দান্ত কামব্যাক! চোট সারিয়ে ফিরেই ৫ উইকেট জাদেজার

দীর্ঘদিন পর চোট কাটিয়ে ভারতীয় দলে (Team India) ফিরে দারুণ পারফর্ম করলেন রবীন্দ্র জাদেজা (Ravibndra Jadeja)। বর্ডার গাভাস্কার ট্রফির (Border Gavaskar Trophy) প্রথম ম্যাচের প্রথম দিনেই একের পর এক উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে বিরাট চাপে ফেলে দেন ভারতের বাঁ হাতি স্পিনার। যে সময় উইকেটের সবচেয়ে বেশি ঠিক সেই সময়ই অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) অস্ত্র হয়ে উঠেছেন জাদেজা। এ নিয়ে ১১ বার এক ইনিংসে ৫ উইকেট তুলে নিলেন ভারতের অলরাউন্ডার।

রবীন্দ্র জাদেজারবীন্দ্র জাদেজা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Feb 2023,
  • अपडेटेड 4:05 PM IST
  • পাঁচ উইকেট নিলেন জাদেজা
  • দারুণ বোলিং ভারতের

দীর্ঘদিন পর চোট কাটিয়ে ভারতীয় দলে (Team India) ফিরে দারুণ পারফর্ম করলেন রবীন্দ্র জাদেজা (Ravibndra Jadeja)। বর্ডার গাভাস্কার ট্রফির (Border Gavaskar Trophy) প্রথম ম্যাচের প্রথম দিনেই একের পর এক উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে বিরাট চাপে ফেলে দেন ভারতের বাঁ হাতি স্পিনার। যে সময় উইকেটের সবচেয়ে বেশি ঠিক সেই সময়ই অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) অস্ত্র হয়ে উঠেছেন জাদেজা। এ নিয়ে ১১ বার এক ইনিংসে ৫ উইকেট তুলে নিলেন ভারতের অলরাউন্ডার।

স্মিথ-লাবুশেনকে আউট করেন জাদেজা

১৭৭ রানে সমস্ত উইকেট হারান অস্ট্রেলিয়ার ইনিংস দেখে একটা সময় মনে হচ্ছিল,অভিজ্ঞ স্মিথ ও লাবুশেন প্রাথমিক ধাক্কা কাটিয়ে রান করতে থাকেন। ৪৯ রানে পৌঁছে যান লাবুশেন। সেই সময়েই জাদেজার বলে ইনসাইড আউট শট খেলতে যান লাবুশেন। বল পড়ে বাইরের দিকে চলে যেতে থাকে। শট খেলতে পারেননি অজি ব্যাটার। বল চলে যায় ভরতের হাতে। দারুণ ভাবে স্টাম্প করেন ভারতের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা উইকেটকিপার। স্মিথকে বোল্ড করেন জাদেজা। ১০৭ বলে ৩৭ রান করে আউট হন তিনি। জাদেজার বল ডিফেন্ড করতে গেলেও বলের লাইন বুঝতে ব্যর্থ হন স্মিথ। বল সোজা উইকেটে এসে লাগে।

আরও পড়ুন

তিন স্পিনার খেলাচ্ছে ভারতীয় দল
পিচের কথা চিন্তা করে তিন স্পিনার খেলাচ্ছে ভারতীয় দল। দলে রয়েছেন দুই পেসারও। তিন পেসারের মধ্যে দুই বাঁ হাতি স্পিনার রয়েছেন। কুলদীপ যাদব সুযোগ না পেলেও দলে রয়েছেন অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা। জাদেজা দীর্ঘদিন পর ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। তিনি কেমন খেলেন সেটা দেখার। দলে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিনও। তিন স্পিনারই দারুণ ব্যাট করতে পারেন। এই সিরিজে যা ভারতের জন্য দারুণ হতে পারে। প্রথম দিনেই বল ঘুরতে দেখা যাচ্ছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পিচ আরও ভাঙবে বলেই আশা করা যায়। সেই কথা মাথায় রেখেই তিন স্পিনারকে দলে রেখেছে ভারতীয় দল। তার ফলে ১৭৭ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।  

Advertisement

ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ।


অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুসচেন, স্টিভ স্মিথ, ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লিয়ন, টড মারফি, স্কট বোল্যান্ড

Read more!
Advertisement
Advertisement