ওপেনার হিসেবে লাগাতার ব্যর্থতা। তবুও ভারতীয় দল (Team India) বয়ে বেড়াচ্ছে কেএল রাহুলকে (KL Rahul)। এমনটাই অভিযোগ করছেন ভারতের ক্রিকেট ফ্যানরা (Indian Fans)। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৫ রান তাড়া করতে নেমে ৩ বলে ১ রান করে আউট হলেন ভারতীয় দলের ওপেনার। তিনি আউট হওয়ার পরেই ট্যুইটারে ট্রোলড হতে থাকেন রাহুল।
দ্বিতীয় ওভারে আউট হয়ে ফেরেন রাহুল। নাথান লায়নের বলে অ্যালেক্স কেরির হাতে ক্যাচ দিয়ে আউট হন রাহুল। প্রথম ইনিংসে ৪১ বল খেলে মাত্র ১৭ রান করে লায়নের বলেই আউট হন তিনি। প্রথম ইনিংসে এলবি ডাব্লিউ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ডিফেন্স করতে গিয়েই আউট হন রাহুল। তবে এক্ষেত্রে কিছুটা দুর্ভাগ্য রাহুলের। ডিফেন্স করতে গেলেও বল কানায় লেগে শর্ট লেগে থাকা ফিল্ডারের গায়ে লেগে উঠে যায়। ক্যাচ ধরেন অ্যালেক্স কেরি।
সুযোগ পাচ্ছেন না শুভমন গিল
এখনও অবধি ৪৬টি টেস্ট খেলে ফেলেছেন রাহুল। তবুও ধারাবাহিকতা দেখা যায়নি তাঁর ব্যাট থেকে। তাঁর গড় ৩৪.০৭। অন্যদিকে ফর্মে থাকলেও বাদ পড়তে হয়েছে ভারতের আরেক ওপেনার শুভমন গিলকে (Subhman Gill)। গিলের জায়গায় রাহুলের দলে থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট ফ্যানরা। দ্বিতীয় ইনিংসে ভাল ব্যাট করতে না পারলে বাকি দুই টেস্ট থেকে বাদ পড়তে হতে পারে ভারতের এই ওপেনারকে।
পরের ম্যাচে সুযোগ নাও পেতে পারেন ভারতের সহ অধিনায়ক। ফ্যানদের দাবি এখনই বাদ দেওয়া হোক এই ওপেনারকে। টেস্ট ক্রিকেটে যথেষ্ট সুযোগ পেলেও এখনও নিজেকে মেলে ধরতে পারেননি রাহুল।
রাহুল আউট পরে দারুণ ভাবে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন চেতেশ্বর পূজারা ও রোহিত শর্মা। তবে সপ্তম ওভারের শেষ বলেই ফের ছন্দপতন। রান আউট হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ম্য়াথিউ কুনম্যানের বলে দ্বিতীয় রান নিতে গিয়ে আউট হন রোহিত। ম্য়াথিউ কুনম্যানের বল স্কোয়ারের দিকে ঠেলে দিয়ে দুই রান নিতে চেয়েছিলেন ভারত অধিনায়ক। একই ইচ্ছে ছিল পূজারারও। তবে দ্বিতীয় রান নিতে গিয়ে কিছুটা দৌড়েই রোহিত বুঝতে পারেন অপর প্রান্তে পৌঁছান সম্ভব হবে না। তাই মাঝপথেই দাঁড়িয়ে পড়েন। হ্যান্ডসকম্ব বল ধরে কেরিকে দেন। উইকেট ভাঙেন কেরি।