ইন্দোরে তৃতীয় টেস্টে শুরুটা ভাল করতে পারেনি ভারতীয় দল (India vs Australia)। এই ম্যাচে জিততে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে পৌঁছে যাবে ভারতীয় দল (Team India)। যদি এই টেস্টে ভারত হেরে যায়, তা হলে কী হবে? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারবে ভারতীয় দল? এই প্রশ্নই এখন ভারতের ফ্যানদের মনে।
প্রথম দিন মাত্র ১০৯ রানেই গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া ১৯৭ রানে সমস্ত উইকেট হারায়। ভারতের সামনে মাত্র ৮৮ রানের লিড দেয় অজিরা। ভারতের দিক থেকে দেখতে গেলে, ইন্দোর টেস্টে জিতলে টিম ইন্ডিয়া ফাইনালে চলে যাবে। যদি হেরে যায় তবে, যে কোনও মূল্যে আহমেদাবাদ টেস্টে জিততেই হবে টিম ইন্ডিয়াকে।
আরও পড়ুন: 'টিকিট বিক্রি বন্ধ করুন,' BCCI-কে নিয়ে ফ্যানদের ট্রোল
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতলে বা ২-২ ড্র করলে ভারতকে নির্ভর করতে হবে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের ফলাফলের উপর। ফলে ভারতকে প্রার্থনা করতে হবে, শ্রীলঙ্কা যেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি ম্যাচের অন্তত একটি ম্যাচে জেতে। শ্রীলঙ্কার জন্য নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে জয় পাওয়া বেশ কঠিন হবে, তাও আবার তাদের ঘরের মাঠে।
অস্ট্রেলিয়ার শুধু ড্র দরকার
অস্ট্রেলিয়ার জন্যও সমীকরণও খুব পরিষ্কার। সহজেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের অন্তত একটিতে পরাজয় এড়াতে হবে অস্ট্রেলিয়াকে। অর্থাৎ ৩-০ বা ৩-১ ব্যবধানে সিরিজ হারলেও ফাইনালে উঠবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া যদি বাকি দুই ম্যাচ হেরে যায়, তাহলে ফাইনালে যেতে হলে শ্রীলঙ্কাকে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিততে হবে। তা না হলে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল খেলবে। আগামী ৭ জুন থেকে ওভাল মাঠে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
আরও পড়ুন: ইন্দোরে বল ঘুরল ৭-৮ ডিগ্রি, অজি স্পিনে মাত্র ১০৯ রানে শেষ টিম ইন্ডিয়া
ভারতের দল: শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, এস. ভারত, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মহম্মদ সিরাজ
অস্ট্রেলিয়ার দল: ট্র্যাভিস হেড, উসমান খ্বজা, স্টিভ স্মিথ, মারনাস লাবুসচেন, ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, টি. মারফি, নাথান লিয়ন, এম. কুনহানেম্যান