Advertisement

IND vs AUS, 4th T20I Live Score: নায়ক অক্ষর, এক ম্যাচ বাকি থাকতেই অজিদের বিরুদ্ধে সিরিজ জিতল ভারত

চতুর্থ টি২০ ম্যাচে ভারতীয় দলে এলেন মুকেশ কুমার। অজি দলেও একাধিক পরিবর্তন হয়েছে। দেশে ফিরে গিয়েছেন গত ম্যাচের নায়ক ম্যাক্সওয়েল।

दूसरे टी20 मैच में भारत ने ऑस्ट्रेलिया को रौंदा (Photo: BCCI)दूसरे टी20 मैच में भारत ने ऑस्ट्रेलिया को रौंदा (Photo: BCCI)
Aajtak Bangla
  • রায়পুর,
  • 01 Dec 2023,
  • अपडेटेड 10:32 PM IST

চতুর্থ টি২০ ম্যাচে ভারতীয় দলে এলেন মুকেশ কুমার। অজি দলেও একাধিক পরিবর্তন হয়েছে। দেশে ফিরে গিয়েছেন গত ম্যাচের নায়ক ম্যাক্সওয়েল।

জিতে গেল ভারতীয় দল

দারুণ বোলিং ভারতের স্পিনারদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ বোলিং অক্ষর প্যাটেলের। একাই নিলেন ৩ উইকেট। ভারতের বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে ২০ রানে জিতল ভারত। 

আরও পড়ুন

আউট ফিলিপে

বল করতে এসেই উইকেট বিষ্নোইয়ের।  ১ উইকেটে ৪০ রান অজিদের। 

দারুণ শুরু অজিদের

উইকেটের খোঁজে টিম ইন্ডিয়া। ৪০ করে ফেলল অস্ট্রেলিয়া। 

১৭৪ রানে শেষ ভারতের ইনিংস

সিরিজে সমতা ফেরাতে অজিদের সামনে ১৭৫ রানের লক্ষ্য দিল ভারতীয় দল। 

প্রথম বলেই আউট অক্ষর

১৬৮ রানে ৬ উইকেট হারাল টিম ইন্ডিয়া। আউট অক্ষর প্যাটেল। 

পাঁচ উইকেট হারাল ভারত

১৬৭ রানে পাঁচ উইকেট হারাল টিম ইন্ডিয়া আউট জীতেশ। 

ভাল ব্যাটিং করছেন রিঙ্কু

১৫০ পেরিয়ে গেল টিম ইন্ডিয়া। ৪৬ রান করে অপরাজিত রিঙ্কু। 

আউট রুতুরাজ

আউট হলেন রুতুরাজ। ১১১ রানে চার উইকেট হারাল ভারতীয় দল। 

১০০ পেরল টিম ইন্ডিয়া

৩ উইকেট হারিয়ে ১৩ তম ওভারে ১০০ পেরিয়ে গেল টিম ইন্ডিয়া। ভাল ছন্দে রিঙ্কু, গায়কোয়াড। 

আউট সূর্যকুমারও

চাপে পড়ে গেল ভারতীয় দল। পরপর তিন উইকেট হারিয়ে ফেলল টিম ইন্ডিয়া। আউট হলেন ক্যাপ্টেন সূর্যকুমারও। চাপে পড়ল দল। 

৬২ রানে ২ উইকেট হারাল ভারত

আউট হলেন শ্রেয়স। ৮ রান করে আউট হলেন তিনি। ৬২ রানে ২ উইকেট হারাল ভারত। 

উইকেট হারাল ভারত

আউট হলেন জয়সওয়াল। ৫০ রানে প্রথম উইকেট হারাল ভারত। 

দারুণ শুরু টিম ইন্ডিয়ার

ভাল শুরু করেছে ভারতীয় দল। ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৪৩ রান ভারতের।

ভারতীয় দলে কারা?

ভারতের প্লেয়িং-১১: যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কওয়াড়, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিংকু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, মুকেশ কুমার, দীপক চাহার।

Advertisement
Read more!
Advertisement
Advertisement