Advertisement

India vs Australia 2nd Test: দিল্লিতে সিংহের গর্জন, ৫ উইকেট তুলে টিম ইন্ডিয়াকে চাপে ফেললেন অজি স্পিনার

ভারত-অস্ট্রেলিয়ার (India vs Australia) দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টার বেশ চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল (Team India)। এক ঘণ্টার মধ্যেই মাত্র ২০ রানে চার উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার নাথান লায়নের (Nathan Lyon) স্পিনের সামনে অসহায় লাগছিল ভারতের মিডল অর্ডারকে। 

নাথান লায়ননাথান লায়ন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Feb 2023,
  • अपडेटेड 1:56 PM IST
  • ৫ উইকেট তুলে নিলেন লায়ন
  • বিরাট চাপে তিম ইন্ডিয়া

ভারত-অস্ট্রেলিয়ার (India vs Australia) দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টার বেশ চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল (Team India)। এক ঘণ্টার মধ্যেই মাত্র ২০ রানে চার উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার নাথান লায়নের (Nathan Lyon) স্পিনের সামনে অসহায় লাগছিল ভারতের মিডল অর্ডারকে। 

টেস্ট ম্যাচের প্রথম দিন থেকেই দিল্লির পিচে বল ঘুরিয়ে ভারতকে সাফল্য এনে দিয়েছিলেন দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ও রবীন্দ্র জাদেজা (Ravibdra Jadeja)। আগুন ঝরিয়েছেন পেসার মহম্মদ শামিও (Mohammed Shami)। এর ফলে প্রথম দিনেই অস্ট্রেলিয়াকে অলআউট করে ফেলে ভারত। প্রথম দিনের শেষদিকে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) ও কেএল রাহুল (KL Rahul) দারুণ ব্যাট করেন। তবে ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই বিপদে পড়ে যায় টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিনে, টিম ইন্ডিয়া বিনা উইকেটে ২১ রানে খেলা শুরু করেছিল। কিন্তু ৬৬ রানে চার উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে ভারত। 

আরও পড়ুন

টিম ইন্ডিয়ার জন্য সবচেয়ে বড় সমস্যা তৈরি করেছিলেন নাথান লায়ন, তিনি টিম ইন্ডিয়ার প্রথম ৪ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছিলেন। নাথান লায়ন প্রথমে কেএল রাহুল, তারপর রোহিত শর্মা এবং তারপর চেতেশ্বর পূজারা, শ্রেয়াস আইয়ারকে প্যাভেলিয়ানের রাস্তা দেখিয়ে দেন।  

প্রথম ইনিংসে ভারতীয় উইকেট
• কেএল রাহুল - ৪৬/১, ১৭.১ ওভার
• রোহিত শর্মা - ৫৩/২, ১৯.২ ওভার
• চেতেশ্বর পূজারা - ৫৪/৩, ১৯.৪ ওভার
• শ্রেয়াস আইয়ার - ৬৬/৪, ২৫.২ ওভার

শুরুতে রাহুলকে আউট করার পর, ভারত অধিনায়ক রোহিত শর্মাকেও (Rohit Sharma) ফেরান অজি অফস্পিনার। শততম টেস্ট খেলতে নামা চেতেশ্বর পূজারাকেও (Cheteswar Pujara) ০ রানেই আউট করেন লায়ন। শ্রেয়াস আইয়ারকেও (Shreyas Iyer) আউট করেন তিনি। দারুণ ক্যাচ ধরেন পিটার হ্যান্ডসকম্ব। ১৫ বলে ৪ রান করে আউট হন শ্রেয়াস। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement