Advertisement

India vs Australia: কেন শামিকে ইন্দোর টেস্টে খেলানো হল না? টিম ইন্ডিয়ার বোলিং কোচ বললেন...

বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ টেস্টে দলে ফিরেছেন মহম্মদ শামি (Mohammad Shami)। দলে ফিরেই প্রথম দিনেই নিয়েছেন দুই উইকেট। কিন্তু তৃতীয় টেস্টে ভারতীয় দলে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়নি তাঁকে। কেন সুযোগ পাননি ভারতের তারকা ফাস্ট বোলার? এ বিষয়ে মুখ খুললেন ভারতীয় দলের বোলিং কোচ পরশ মামব্রে। শামি না থাকায় ইন্দোর টেস্টে হারের মুখও দেখেতে হয়েছে রোহিত শর্মার দলকে। 

মহম্মদ শামি
Aajtak Bangla
  • আহমদাবাদ ,
  • 09 Mar 2023,
  • अपडेटेड 9:06 AM IST
  • ইন্দোর টেস্টে খেলেননি শামি
  • সেই টেস্ট হারে ভারত

বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ টেস্টে দলে ফিরেছেন মহম্মদ শামি (Mohammad Shami)। দলে ফিরেই প্রথম দিনেই নিয়েছেন দুই উইকেট। কিন্তু তৃতীয় টেস্টে ভারতীয় দলে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়নি তাঁকে। কেন সুযোগ পাননি ভারতের তারকা ফাস্ট বোলার? এ বিষয়ে মুখ খুললেন ভারতীয় দলের বোলিং কোচ পরশ মামব্রে। শামি না থাকায় ইন্দোর টেস্টে হারের মুখও দেখেতে হয়েছে রোহিত শর্মার দলকে। 

আহমেদাবাদ টেস্টের প্রথম দিনের ম্যাচের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মামব্রে। সেখানেই তাঁকে জিজ্ঞাসা করা হয়, কেন তৃতীয় টেস্টে বসানো হয়েছিল শামিকে। এই ব্যাপারে তিনি বলেন," কিছু সিদ্ধান্ত নিতেই হয়। একজন বোলারের উপর কতটা চাপ পড়ছে সেটা দেখে সিদ্ধান্ত নিতে হয়। দলের প্রত্যেক বোলারের দিকে নজর রাখতে হয়। সে রকম ভাবেই শামির উপর কতটা চাপ পড়ছে সেটা দেখেছি আমরা। ওকে বিশ্রাম দেওয়ার দরকার ছিল। আমাদের সামনে সুযোগ ছিল মহম্মদ সিরাজের সঙ্গে উমেশ যাদবকে দেখে নেওয়ার। সেই জন্যই এমন সিদ্ধান্ত  নেওয়া হয়েছে।"

আরও পড়ুন: সেঞ্চুরি খ্বজার, ভারতের বিরুদ্ধে প্রথম দিনের শেষে অ্যাডভান্টেজে অজিরা 

এখানেই না থেমে তিনি আরও বলেন," এই সিরিজের পর আমরা হয়তো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলব। সেটাও মাথায় রাখতে হচ্ছে। সেই জন্যই আমরা ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর পরিকল্পনা করেছি। বিশেষ করে বোলারদের।" 

আরও পড়ুন: প্রাক্তন মিস ইন্ডিয়া থেকে ব্রাজিলের নায়িকা, বিরাট-লাইফে নারী ক'জন?

ভারতীয় টিম ম্যানেজমেন্ট, মেডিক্যাল টিমের সঙ্গে পরামর্শ করে, ফাস্ট বোলারদের কাজের চাপ সামলানোর জন্য পরিকল্পনা তৈরি করেছে। যে সমস্ত ফাস্ট বোলার আইপিএল-এ (IPL) বেশিরভাগ ম্যাচ খেলেছেন এবং ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় রয়েছেন, তাদের মাঝেমধ্যে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। শামি প্রথম দুটি টেস্ট খেলেছেন এবং ওয়ানডে দলেও রয়েছেন। সে কারণেই তাঁর জায়গায় ইন্দোর টেস্টে উমেশ যাদবকে (Umesh Yadav) দলে জায়গা দেওয়া হয়েছিল। অন্যদিকে মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) প্রথম দুই টেস্টে খেলানো হলেও মাত্র ২৪ ওভার বল করেছেন তিনি। টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও দলে রয়েছেন তিনি। সেই জন্যই চতুর্থ টেস্টে তাঁকে দলে নাও নেওয়া হতে পারে। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement