Advertisement

India vs Australia: হাফ সেঞ্চুরি রোহিতের, প্রথম দিন অজিদের নাকানি-চোবানি খাওয়াল ভারত

অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম দিনের শেষে হাফ সেঞ্চুরি করে ফেললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। টেস্ট কেরিয়ারে এটা তাঁর ১৫তম হাফ সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার ইনিংস ১৭৭ রানে গুটিয়ে দেওয়ার পর শুরু থেকেই দারুণ ছন্দে ব্যাট করতে থাকেন ভারত অধিনায়ক। প্রথম ওভারেই অজি অধিনায়ক প্যাট কামিন্সকে (Pat Cummins) তিনটি চার মেরে বুঝিয়ে দেন আকমাণত্মক মেজাজেই খেলবে তাঁর দল। 

রোহিত শর্মা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Feb 2023,
  • अपडेटेड 5:54 PM IST
  • ৫০ রোহিতের
  • দিনের শেষে ভারতের রান ১ উইকেটে ৭৭

অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম দিনের শেষে হাফ সেঞ্চুরি করে ফেললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। টেস্ট কেরিয়ারে এটা তাঁর ১৫তম হাফ সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার ইনিংস ১৭৭ রানে গুটিয়ে দেওয়ার পর শুরু থেকেই দারুণ ছন্দে ব্যাট করতে থাকেন ভারত অধিনায়ক। প্রথম ওভারেই অজি অধিনায়ক প্যাট কামিন্সকে (Pat Cummins) তিনটি চার মেরে বুঝিয়ে দেন আকমাণত্মক মেজাজেই খেলবে তাঁর দল। 

১৫.৩ ওভারেই ওপেনার কেএল রাহুলকে সঙ্গে নিয়ে ৫০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন রোহিত। এরপর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। মাত্র ৬৬ বল খেলেই ৫০ করে ফেলেন ভারত অধিনায়ক। দিনের শেষে ৬৯ বলে ৫৬ রান করে অপরাজিত রোহিত। ন'টা চার ও ১টা ছক্কাও মেরেছেন তিনি। স্ট্রাইক রেট ৮১.১৬। সমস্ত ধরনের ক্রিকেট মিলিয়ে এটা তাঁর ৯২তম অর্ধ শতরান। 

আরও পড়ুন: দুর্দান্ত কামব্যাক! চোট সারিয়ে ফিরেই ৫ উইকেট জাদেজার

দিনের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। দ্বিতীয় ওভারেই অস্ট্রেলিয়াকে প্রথম আঘাত দেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। আউট হন উসমান খ্বজা। ডেভিড ওয়ার্নারের উইকেট তুলে নেন মহম্মদ শামি। মধ্যাহ্নভোজের বিরতির পর, দ্রুত দুই উইকেট তুলে নেন ভারতের লেফট আর্ম  স্পিনার রবীন্দ্র জাদেজা। উইকেটে সেট হয়ে যাওয়া স্টিভ স্মিথ ও লাবুশেনের পার্টনারশিপ ভেঙে দেন জাদেজা। প্রথমে লাবুশেন ও তারপরে স্টিভ স্মিথকে আউট করেন তিনি।

আরও পড়ুন: টেস্টে অভিষেক ছেলের, ভরতকে স্নেহের পরশ মায়ের, VIRAL

এর মাঝেই ম্যাট রেনশকে এলবিডব্লিউ-এর ফাঁদে ফেলেন। রবিচন্দ্রন অশ্বিন এরপর অস্ট্রেলিয়াকে আরও সমস্যায় ফেলে দেন। অ্যালেক্স কেরি এবং কামিন্সকে আউট করেন তিনি। অভিষেক হওয়া টড মারফিকেও আউট করেন জাদেজা। পিটার হ্যান্ডসকম্বও ০ রানেই আউট হন। অশ্বিন এরপর পেসার স্কট বোল্যান্ডকে আউট করেন। ভারতের বোলাররা অস্ট্রেলিয়াকে ৬৩.৫ ওভারে ১৭৭ রানে গুটিয়ে যায়।

Advertisement

 আরও পড়ুন: ভারত VS অস্ট্রেলিয়া টেস্টে ফর্মে থাকা গিল কেন বাদ? ক্ষুব্ধ ফ্যানরা
ভারত দল:
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ।


অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুসচেন, স্টিভ স্মিথ, ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লিয়ন, টড মারফি, স্কট বোল্যান্ড

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement