Advertisement

World Test Championship: WTC ফাইনালে আদৌ যেতে পারবে ভারত? রইল পুরো অঙ্ক

আহমেদাবাদে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে চতুর্থ টেস্টে খেলছে টিম ইন্ডিয়া (Team India)। এই ম্যাচে জিততে পারলে, ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে পৌঁছে যাবে। যদি রোহিত বাহিনী এই টেস্ট জিততে না পারে, তবে কী হবে? কোন অঙ্কে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারবে ভারতীয় দল? অঙ্ক কী বলছে   

টিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Mar 2023,
  • अपडेटेड 6:02 PM IST
  • ফাইনালে উঠতে পারবেন রোহিতরা?
  • হারলেও সুযোগ থাকবে ভারতের সামনে

আহমেদাবাদে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে চতুর্থ টেস্টে খেলছে টিম ইন্ডিয়া (Team India)। এই ম্যাচে জিততে পারলে, ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে পৌঁছে যাবে। যদি রোহিত বাহিনী এই টেস্ট জিততে না পারে, তবে কী হবে? কোন অঙ্কে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারবে ভারতীয় দল? অঙ্ক কী বলছে   

বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া (Australia)। ১৮ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৪৮। পয়েন্টের শতাংশ ৬৬.৬৭। ইন্দোর টেস্ট জেতার পর অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ভারতের পয়েন্ট ১৭ ম্যাচে ১২৩। পয়েন্টের শতাংশ ৬৪.০৬।  শ্রীলঙ্কার ১০ ম্যাচে তাদের পয়েন্ট ৬৪। কিন্তু পয়েন্টের শতাংশ ৫৩.৩৩। ভারত যদি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ ২-২ ড্র করে, অন্যদিকে শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ডকে তাদের দেশে ২-০ ব্যবধানে হারায় তা হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলবে তারা। তাই বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ টেস্টে জিততেই হবে রোহিতদের। যদি আমেহদাবাদে চতুর্থ টেস্টে ভারত জেতে তা হলেই বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবে রোহিত শর্মারা। তখন আর অন্য কারও দিকে তাকাতে হবে না তাঁদের। 

আরও পড়ুন: অপারেশন তো হয়ে গেল, বিশ্বকাপের আগে দলে ফিরবেন বুমরা?

চতুর্থ টেস্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে উসমান খ্বজা ও ক্যামেরন গ্রিনের শতরানের দাপটে ৪৮০ রান করে অস্ট্রেলিয়া। ১৮০ রান করে আউট হন খ্বজা। ১১৪ রান করে অশ্বিনের বলে আউট হন গ্রিন। ৪১ রান করেন টড মরফি। একাই ছয় উইকেট তুলে নেন ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ৪৮ ওভার বল করে ৯১ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। ৩১ ওভার হাত ঘুরিয়ে ১৩৪ রান দিয়ে দুটি উইকেট পেয়েছেন মহম্মদ শামি। জাদেজা ২৮ ওভারে ৪৭ রান দিয়ে একটি উইকেট নেন। অক্ষর প্যাটেল ২৮ ওভার বল করে ১ উইকেট পান।

Advertisement

আরও পড়ুন: চাপে মাথা ঠান্ডা রাখতে পারছেন না রোহিত

দিনের শেষে ভারতের রান বিনা উইকেটে ৩৬।  ভারতীয় দল এখনও ৪৪৪ রানে পিছিয়ে। তৃতীয় দিনে শুরু থেকেই রান তুলে অস্ট্রেলিয়াকে পাল্টা চাপে ফেলে দিতে চাইবে টিম ইন্ডিয়া। এই ম্যাচে জিততে মরিয়া রোহিতরা। শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা নয়, সিরিজও নিজেদের দখলে রাখতে চায় ভারতীয় দল।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement