Advertisement

India vs Bangladesh 3rd T20I: দিল্লিতেই সিরিজ গম্ভীদের? ভারত vs বাংলাদেশ ম্যাচে এভাবে সাজান ফ্যান্টাসি দল

জুলাই মাসে ভারতীয় টিমের (Team India) দায়িত্ব নেন বিশ্বকাপ জয়ী তারকা গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এরপর তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট ছিল শ্রীলঙ্কায়। সেখানে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওডিআই ম্যাচ খেলে ভারত (Indian Cricket Team)। কোচ হিসেবে সেবার নিজের প্রথম সিরিজ জেতেন গম্ভীর। ঘরের মাঠেও প্রথম সিরিজ জিতে নিয়েছেন কোচ। বাংলাদেশের (India VS Bangladesh) বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার পর এ বার টি২০ সিরিজের পালা। প্রথম ম্যাচও জিতে নিয়েছেন সূর্যকুমার যাদবরা। বুধবার সন্ধ্যায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টি-২০ ম্যাচ। সেখানেই বাংলাদেশকে হারিয়ে সিরিজ মুঠোয় ভরতে মরিয়া সূর্যরা।

বাংলাদেশ ও ভারত
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 09 Oct 2024,
  • अपडेटेड 9:50 AM IST

জুলাই মাসে ভারতীয় টিমের (Team India) দায়িত্ব নেন বিশ্বকাপ জয়ী তারকা গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এরপর তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট ছিল শ্রীলঙ্কায়। সেখানে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওডিআই ম্যাচ খেলে ভারত (Indian Cricket Team)। কোচ হিসেবে সেবার নিজের প্রথম সিরিজ জেতেন গম্ভীর। ঘরের মাঠেও প্রথম সিরিজ জিতে নিয়েছেন কোচ। বাংলাদেশের (India VS Bangladesh) বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার পর এ বার টি২০ সিরিজের পালা। প্রথম ম্যাচও জিতে নিয়েছেন সূর্যকুমার যাদবরা। বুধবার সন্ধ্যায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টি-২০ ম্যাচ। সেখানেই বাংলাদেশকে হারিয়ে সিরিজ মুঠোয় ভরতে মরিয়া সূর্যরা।

ঘরের মাঠে কোচ হিসেবে প্রথম ম্যাচ
গম্ভীর ভারতের কোচ হওয়ার পর শ্রীলঙ্কায় টি-২০ সিরিজ জেতে টিম ইন্ডিয়া। ওডিআই সিরিজে মেন ইন ব্লু অবশ্য লঙ্কানদের হারাতে পারেনি। এরপর বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই ও কানপুর টেস্টে জেতে টিম ইন্ডিয়া। সর্বশেষ গোয়ালিয়রে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ জিতেছে মেন ইন ব্লু। দিল্লি গম্ভীরের ঘরের মাঠ। সেখানে এবার সিরিজ জেতার সামনে টিম ইন্ডিয়ার কোচ।

কীভাবে দেখবেন এই ম্যাচ?
জিও সিনেমায় এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে। শুধু তাই নয়, টিভিতে স্পোর্টস ১৮ চ্যানেলে লাইভ দেখা যাবে। বিভিন্ন ভাষায় দেখা যাবে এই ম্যাচ। 

2024-এর IPL ম্যাচগুলিতে অনেকক্ষেত্রেই দলের রান ২৫০ ছাড়িয়ে গিয়েছে। তবে অরুণ জেটলি স্টেডিয়ামে একটি T20 আন্তর্জাতিকে রেকর্ড করা সর্বোচ্চ স্কোর হল ২১২ রান। এই পিচে স্পিনারদের থেকে পেস বোলাররা বেশি সাহায্য পেয়ে থাকেন।

ভারতীয় দলে কারা থাকতে পারেন-  অভিষেক শর্মা, এসভি স্যামসন (উইকেটরক্ষক), এসএ যাদব (সি), কে নীতীশ কুমার রেড্ডি, এইচএইচ পান্ডিয়া, আর পরাগ, আরকে সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আরশদীপ সিং, মায়াঙ্ক যাদব।

Advertisement

বাংলাদেশ দলে কারা থাকতে পারেন- লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত (সি), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম 

ফ্যান্টাসি দলে কাদের রাখবেন?

লিটন দাস, সঞ্জু স্যামসন, নাজমুল হোসেন শান্ত, রিঙ্কু সিং, সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), হার্দিক পান্ডিয়া, মেহেদি হাসান মিরাজ, ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা, মায়াঙ্ক যাদব, আর্শদীপ সিং

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement