Advertisement

India VS England 1st Test 4th Day Update: ২০২ রানে শেষ ভারতের ইনিংস, ইংল্যান্ডের কাছে ২৯ রানে হার রোহিতদের

চতুর্থ দিনে দারুণ জায়গায় ইংল্যান্ড। অলি পোপের পাল্টা আক্রমণে ১৫০ পেরিয়ে গেল ইংল্যান্ডের লিড। ভারতের দরকার দ্রুত উইকেট। সময় যত গড়াচ্ছে, ততই চাপ বাড়ছে রোহিতদের উপর।

ইংল্যান্ড দল (সৌজন্যে: রয়টার্স)
Aajtak Bangla
  • হায়দরাবাদ ,
  • 28 Jan 2024,
  • अपडेटेड 5:33 PM IST

চতুর্থ দিনে দারুণ জায়গায় ইংল্যান্ড। অলি পোপের পাল্টা আক্রমণে ১৫০ পেরিয়ে গেল ইংল্যান্ডের লিড। ভারতের দরকার দ্রুত উইকেট। সময় যত গড়াচ্ছে, ততই চাপ বাড়ছে রোহিতদের উপর।

সিরাজও আউট

সাত উইকেট হার্টলের, ২৯ রানে হারল ভারতীয় দল। 

আউট ভরত

হার্টলের বলে বোল্ড হলেন ভরত। ১৭৬ রানে আট উইকেট হারাল টিম ইন্ডিয়া। 

আউট শ্রেয়স আইয়ারও

ঘরের মাঠে হারের মুখে ভারত। আউট হলে শ্রেয়স। ১৩ রান করে ফিরলেন তিনি।

১১৯ রানে ৬ উইকেট হারাল ভারত

পরপর উইকেট হারাচ্ছে টিম ইন্ডিয়া। 

রোহিত শর্মার উইকেট হারাল ভারত

৬৩ রানে ৩ উইকেট হারাল ভারত। এবার আউট ক্যাপ্টেন। ১৬৮ রান দরকার টিম ইন্ডিয়ার। 

পর পর ২ উইকেট হারাল ভারত

জয়সওয়ালের পর আউট শুভমন গিলও। ০ রানে হার্টলির বলে আউট হলেন তারকা ব্যাটার। ৪২ রানে ২ উইকেট হারাল ভারত। 

রিভিউ নষ্ট ইংল্যান্ডের

ইংল্যান্ডের রিভিউ নষ্ট হতেই গ্যালারিতে আনন্দ। প্রথম ইনিংসে ১৪ ওভারেই সমস্ত রিভিউ নষ্ট করে ফেলেছিলেন বেন স্টোকসরা। 

ব্যাট করতে নামল ভারত

ওপেন করতে নামলেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। 

১৯৬ রান করে আউট পোপ

১৯৬ রান করে বোল্ড হলেন পোপ। ভারতকে জিততে হহলে ২৩১ রান করতে হবে। 

আউট মার্ক উড

৯ উইকেট হারাল ইংল্যান্ড। এবার আউট উড। ২৩০ রানে এগিয়ে পোপরা। 

আট উইকেট হারাল ইংল্যান্ড

৪১৯ রানে আট উইকেট হারাল ইংল্যান্ড। ২২৯ রানে এগিয়ে ইংল্যান্ড। উইকেট দিলেন অশ্বিন। 

Advertisement

ক্যাচ ফেললেন রাহুল

স্লিপে সহজ ক্যাচ ফেলে দিলেন কেএল রাহুল। ধরতে পারলে আউট হতেন অলি পোপ। কিছুটা নীচের দিকে থাকলেও েই ক্যাচ ধরা যেত। 

২০০ রানের লিড

২০০ রানে এগিয়ে গেল ইংল্যান্ড। বড় রানের পথে তারা। 

৫০ রানের জুটি 

অষ্টম উইকেটে ৫০ রানের জুটি গড়ে ফেললেন অলি পোপ ও হার্টলে।

১৫০ পেরল লিড

এখনও উইকেটে টিকে অলি পোপ। ইংল্যান্ডের লিড ১৫০ পেরিয়ে গেল।

আউট রেহান

বুমরার বলে ক্যাচ দিয়ে ফিরলেন রেহান। ভাল ছন্দে থাকলেও বাইরের বল খোঁচা লাগিয়ে আউট হলেন তিনি। ইংল্যান্ড ১৪৯ রানে এগিয়ে। 

১৫০ রান পোপের

ঠিক যে জায়গা থেকে তৃতীয় দিন শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই চতুর্থ দিন শুরু করলেন পোপ।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement