Advertisement

India VS England 3rd Test Day 4: ১২২ রানে অল আউট ইংল্যান্ড, তৃতীয় টেস্টে ৪৩৪ রানে জিতল ভারত

তৃতীয় টেস্টে জয়ের দোরগোড়ায় ভারতীয় দল। দারুণ ব্যাটিং করার পর বল হাতেও দারুণ পারফর্ম করছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই ভেঙে গিয়েছে ইংল্যান্ডের ব্যাটিং-এর কোমড়। বাকিটা শেষ করে দিতে পারলে ২-১ ব্যবধানে এগিয়ে যাবেন রোহিতরা। 

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দল।
Aajtak Bangla
  • রাজকোট,
  • 18 Feb 2024,
  • अपडेटेड 4:53 PM IST

তৃতীয় টেস্টে জয়ের দোরগোড়ায় ভারতীয় দল। দারুণ ব্যাটিং করার পর বল হাতেও দারুণ পারফর্ম করছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই ভেঙে গিয়েছে ইংল্যান্ডের ব্যাটিং-এর কোমড়। বাকিটা শেষ করে দিতে পারলে ২-১ ব্যবধানে এগিয়ে যাবেন রোহিতরা।  

এই ম্যাচে জয়ের জন্য ৫৫৭ রানের টার্গেট পেয়েছে ইংল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে দুই উইকেট হারিয়ে ২০ রানের বেশি সংগ্রহ করেছে ইংল্যান্ড। ক্রিজে আছেন জো রুট ও ক্যাপ্টেন বেন স্টোকস। ভারতীয় দল তাদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে তখন টিম ইন্ডিয়ার রান চার উইকেটে ৪৩০। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ডাবল সেঞ্চুরি করেন যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৩১৯ রানে সব উইকেট হারায়। ভারত প্রথম ইনিংসে ৪৪৫ রান করেছিল। প্রথম ইনিংসের ভিত্তিতে ভারত ১২৬ রানে এগিয়ে ছিল টিম ইন্ডিয়া।

১২২ রানে অল আউট ইংল্যান্ড

৪৩৪ রানে হেরে গেল ইংল্যান্ড। ভারতের হয়ে শেষ উইকেট তুলে নিলেন জাদেজা। মার্ক উডের উইকেট তুলে নেন তিনি। 

এবার আউট বেন ফোকস

রবীন্দ্র জাদেজার বলে কট বিহাইন্ড হলেন ইংল্যান্ডের উইকেটকিপার। ৮২ রানে আট উইকেট হারিয়ে ফেলল ইংল্যান্ড। মাত্র ২ উইকেট পেলেই টেস্ট জিতে নেমে ভারত।  

সাত উইকেট হারাল ইংল্যান্ড

৫০ রানেই ৭ উইকেট খোয়াল ইংল্যান্ড দল। এবার আউট রেহান আহমেদ। কুলদীপের বলে বড় শট খেলতে গিয়ে সিরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। 

আবার উইকেট ভারতের

আবার উইকেট নিলেন কুলদীপ যাদব। ১৫ রান করে লেগ বিফোর হলেন ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকস। ৫০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলল ইংল্যান্ড। 

রবীন্দ্র জাদেজার উইকেট

লেগ বিফোর হলেন বেয়ারস্টো। চার রান করে আউট তিনি। মাত্র ৫০ রানেই ৫ উইকেট হারিয়ে ফেল্ল টিম ইন্ডিয়া। 

Advertisement

পরপর উইকেট হারাচ্ছে ইংল্যান্ড

২৮ রানে চার উইকেট হারিয়ে ফেলল ইংল্যান্ড। আউট হলেন জনি বেয়ারস্টো।  

ইনিংস ডিক্লেয়ার করে দিল ভারত

৪৩০ রান করে ইনিংস ডিক্লেয়ার করার সিদ্ধান্ত নিলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা। ২৩৬ বলে ২১৪ রানের দারুণ ইনিংস খেলে অপরাজিত থাকেন জয়সওয়াল।

ডাবল সেঞ্চুরি জয়সওয়ালের

দারুণ ডাবল সেঞ্চুরি করলেন জয়সওয়াল। দুর্দান্ত ব্যাটিং করে গেলেন ভারতীয় দলের ওপেনার। এই নিয়ে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তাঁর। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement