চলতি মাসে অনুষ্ঠিত হতে চলা আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বুধবার ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) কর্তৃক প্রকাশ করা ১৭ সদস্যের দলের লাগাম হার্দিক পান্ডিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে। প্রথমবার ভারতীয় দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে হার্দিককে। আইপিএল-এ প্রথমবার খেলতে নেমে গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করেছেন ভারতের এই অল রাউন্ডার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দলে এমন অনেক খেলোয়াড় আছেন, যারা আইপিএল 2022-এ দুর্দান্ত পারফর্ম করেছেন। এই খেলোয়াড়দের মধ্যে রয়েছে সঞ্জু স্যামসন ও রাহুল ত্রিপাঠী।
অবশেষে সুযোগ পেলেন রাহুল
রাহুল ত্রিপাঠী দীর্ঘদিন ধরে নির্বাচকদের র্যাডারের বাইরে ছিলেন। আইপিএলের ১৫ তম মরশুমে, রাহুল ত্রিপাঠী সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) হয়ে ১৪ ম্যাচে ৩৭.৫৪ গড়ে ৪১৩ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৫৮.২৩। এই মরশুমে তাঁর ব্যাট থেকে এসেছে তিনটি হাফ সেঞ্চুরি। এই দুর্দান্ত পারফরম্যান্সের পরেও, রাহুল ত্রিপাঠী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে সুযোগ পাননি। কিন্তু এবার অবশেষে দলে নির্বাচিত হলেন তিনি।
সঞ্জু স্যামসনও ফিরেছেন
উইকেট-রক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসনও আবার ভারতীয় দলে ফিরেছেন। স্যামসন আইপিএল 2022-এ ১৪৬.৭৯ স্ট্রাইক রেটে ১৭ ম্যাচে ৪৫৮ রান করেছিলেন। এ সময় তাঁর ব্যাট থেকে দুটি হাফ সেঞ্চুরি আসে। সঞ্জুর নেতৃত্বে রাজস্থান রয়্যালসের দল আইপিএল 2022-এর ফাইনালে উঠেছিল। রাজস্থান রয়্যালস ২০০৮ সালের পর প্রথমবার ফাইনালে উঠেছে।
দলে রয়েছেন আর্শদীপ-উমরান
এছাড়াও আর্শদীপ সিং, উমরান মালিক, দীনেশ কার্তিক, আভেশ খান এবং রবি বিষ্ণোইয়ের মতো খেলোয়াড়রাও টি-টোয়েন্টি দলে তাদের জায়গা ধরে রেখেছেন। এই খেলোয়াড়রা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলা টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলেও রয়েছেন। তবে আর্শদীপ সিং এবং উমরান মালিক এখনও তাদের টি-টোয়েন্টি অভিষেক করতে পারেননি। এছাড়াও চোট কাটিয়ে টি-টোয়েন্টি দলে ফিরেছেন সূর্যকুমার যাদবও। সূর্যকুমার আইপিএল 2022-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও ভাল ব্যাট করেছেন।
আরও পড়ুন: অনবদ্য ব্যাটিং, ICC র্যাঙ্কিংয়ে ৬৮ ধাপ উঠলেন ঈশান
আয়ারল্যান্ড সফরের জন্য টিম ইন্ডিয়া
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার (সহ-অধিনায়ক), ইশান কিষাণ, ঋতুরাজ গায়কওয়াড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, দিনেশ কার্তিক (উইকেট কিপার), যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, হর্ষাল প্যাটেল, আভেশ খান, আর্শদীপ সিং, উমরান মালিক।