Advertisement

India vs New Zealand 1st ODI: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ওপেন করবেন ইশান কিষান? উত্তর দিলেন রোহিত

নিউজিল্যান্ডের (India vs  New Zealand) বিরুদ্ধে তিন ম‍্যাচে একদিনের সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল (Team India)। হায়দরাবাদে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম একদিনের ম‍্যাচ। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত জয় পেয়ে এবার কিউয়িদের বিরুদ্ধে নামছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। এই ম‍্যাচে খেলবেন না কে এল রাহুল (KL Rahul)। চোটের জন‍্য দলে নেই শ্রেয়স আইয়রও (Shreyas Iyer)। ফলে ইশান কিশান (Ishan Kishan) ও সূর্যকুমার যাদব দলে সুযোগ পেতে পারেন। 

ইশান কিশান
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Jan 2023,
  • अपडेटेड 12:47 PM IST
  • দলে আসতে পারেন ইশান
  • সুযোগ পাবেন সূর্যকুমারও

নিউজিল্যান্ডের (India vs  New Zealand) বিরুদ্ধে তিন ম‍্যাচে একদিনের সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল (Team India)। হায়দরাবাদে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম একদিনের ম‍্যাচ। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত জয় পেয়ে এবার কিউয়িদের বিরুদ্ধে নামছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। এই ম‍্যাচে খেলবেন না কে এল রাহুল (KL Rahul)। চোটের জন‍্য দলে নেই শ্রেয়স আইয়রও (Shreyas Iyer)। ফলে ইশান কিশান (Ishan Kishan) ও সূর্যকুমার যাদব দলে সুযোগ পেতে পারেন। 

আজকের ম্যাচে দলে সুযোগ পেলেও ওপেন করতে পারবেন না ইশান কিশান। তাঁকে খেলতে হবে মিডল অর্ডারেই। সোমবারই এটা পরিষ্কার করে দিয়েছেন ভারত অধিনায়ক। কারণ, রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামবেন ফর্মে থাকা শুভমন গিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন গিল। সেইজন্য তাঁকে দিয়েই ওপেন করাবে ভারতীয় দল। সোমবার ভারত অধিনায়ক বলেন, ' ইশান মিডল অর্ডারে ব্যাট করবে। আমি খুশি যে বাংলাদেশে সেই দুর্দান্ত ইনিংসের পর ও এখানে সুযোগ পাবে।'মহাম্মদ সিরাজ, মহম্মদ শামি এবং উমরান মালিক ভারতের জোরে বোলিং সামলাচ্ছেন। এর সঙ্গে। লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল যদি দলে আসেন, তবে ভারতের লোয়ার অর্ডার অনেক লম্বা হয়ে যায়।

আরও পড়ুন: ভারত VS নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে আজ, কোথায়-কীভাবে ম্যাচ দেখবেন?

রোহিত বলছেন, 'পুরো বিশ্বকাপ জুড়ে আমরা বিভিন্ন কন্ডিশনে খেলব। আমাদের সবকিছু মূল্যায়ন করতে হবে। আমরা কি তিন স্পিনার নিয়ে খেলতে পারি? সৌভাগ্যবশত আমাদের স্পিনার আছে যারা ব্যাট করতে পারে, অক্ষর, বৈশি (ওয়াশিংটন সুন্দর), শাহবাজ এবং জাড্ডু (রবীন্দ্র জাদেজা)। ফাস্ট বোলার মহম্মদ সিরাজের প্রশংসাও করেছেন রোহিত। 

আরও পড়ুন: পণ করেছিলেন, বিরাটের ৭৪তম সেঞ্চুরির দিনই বিয়ে সারলেন কোহলি-ভক্ত

এদিকে লঙ্কানদের হারিয়ে এবার সামনে নিউজিল্যান্ড। এই সিরিজ নিয়ে রোহিত বলেন," একটা সিরিজের পরেই অন্য সিরিজ খেলা, আমাদের কাছে কঠিন কিছু নয়। আমরা কেবল একটি দল হিসাবে উন্নতি করে যেতে চাই। দুর্দান্ত বিরোধিতা, বড় চ্যালেঞ্জ, আমরা নিজেদেরকে চ্যালেঞ্জ করতে পারি বেরিয়ে আসতে এবং দল হিসেবে আমরা যা করতে চাই তা অর্জন করতে। নিউজিল্যান্ড খুব ভালো দল।"

Advertisement

ওডিআই সিরিজের জন্য ভারতীয় দল:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ইশান কিষাণ, বিরাট কোহলি, রজত পাতিদার, সূর্যকুমার যাদব, কেএস ভরত (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, রজত পাতিদার। 

ভারতের নিউজিল্যান্ড সফর (সূচি):

প্রথম একদিনের ম্যাচ- ১৮ জানুয়ারি, হায়দ্রাবাদ
দ্বিতীয় একদিনের ম্যাচ- ২১ জানুয়ারি, রায়পুর
তৃতীয় একদিনের ম্যাচ- ২৪ জানুয়ারি, ইন্দোর
প্রথম টি২০ - ২৭ জানুয়ারী, রাঁচি
দ্বিতীয় টি২০ - ২৯ জানুয়ারী, লখনউ
তৃতীয় টি২০ - ১ ফেব্রুয়ারি, আমদাবাদ 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement