নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে রায়পুরে দাপট দেখাচ্ছেন টিম ইন্ডিয়ার (Team India) পেসাররা। যার জেরে ১৫ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে কিউয়িরা। পঞ্চম উইকেট নেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। মহম্মদ শামি (Mohammed Shami) প্রথম আঘাত হানেন নিউজিল্যান্ডের ওপর। প্রথম ওভারেই উইকেট তুলে নেন বাংলার পেসার। এরপর ড্যারেল মিশেলকেও আউট করেন তিনি। নিজের বলেই ক্যাচ নিয়ে ফেরান কিউয়ি ব্যাটারকে। তবে হার্দিক পান্ডিয়ার নেওয়া উইকেট নিয়েই আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
কীভাবে উইকেট পেলেন হার্দিক?
নিউজিল্যান্ডের ইনিংসের দশম ওভারে বল করতে এসেছিলেন ভারতের অল রাউন্ডার। সেই ওভারের চতুর্থ বলে ডেভন কনওয়েকে কট অ্যান্ড বোল্ড করেন ভারতের তারকা। বল করার পর পেসারদের পক্ষে ক্যাচ ধরাটা অনেক কঠিন হয়। এ ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। নিচু হয়ে আসা বল বাঁ দিকে ঝাঁপিয়ে দারুণ দক্ষতায় ক্যাচ ধরে ফেলেন হার্দিক। এই ক্যাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আরও পড়ুন: টসে জিতেও সিদ্ধান্ত নিতে সময় নিলেন রোহিত, মাথা চুলকে বললেন...VIRAL
তাঁর ক্যাচ ধরা দেখে কেউই বুঝতে পারেননি উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাস দেখে ধারাভাষ্যকাররা বুঝতে পারেন আউট হয়েছেন কনওয়ে। এভাবে আউট হতে হওয়ায় অবাক হয়ে যান তিনিও। ১৫ রানে পাঁচ উইকেট হারিয়ে ডু অর ডাই ম্যাচে বিরাট চাপে নিউজিল্যান্ড। শুরু থেকেই ভারতীয় বোলাররা চাপে ফেলে দেন কিউয়ি ব্যাটারদের।
আরও পড়ুন: বান্ধবীর হাতে চড়-থাপ্পড় খাচ্ছেন মাইকেল ক্লার্ক, VIDEO VIRAL
টসে জিতেও সিদ্ধান্ত নিতে দেরি করেন রোহিত
টসে জেতার পর কী নেবেন বুঝে উঠতে পারছিলেন না রোহিত। প্রায় ১১ সেকেন্ড সময় নিয়ে তিনি জানান, শুরুতে ফিল্ড করতে চান। এই নিয়েও সোশ্যাল মিডিয়ায় মজা করছেন ফ্যানরা। রোহিত জানান, ড্রেসিংরুম থেকে কী ঠিক করে এসেছিলেন ভুলে গিয়েছেন। সেই জন্যই কিছুটা সময় লেগে যায়। তবে সময় নিলেও তিনি যে কোনও ভাবেই ভুল সিদ্ধান্ত নেননি তা বোঝা গেল ম্যাচ শুরু হওয়ার পরেই।