বিশ্বের এক নম্বর টি২০ ব্যাটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) কি না প্রশিক্ষণ নিচ্ছেন যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) কাছ থেকে। বোলিং নয়, স্কাইকে ব্যাটিং প্রশিক্ষণ দিচ্ছেন চাহাল। রবিবারের ম্যাচের পর বিসিসিআই-এর (BCCI) ভিডিওতে এই কথাই জানিয়েছেন সূর্যকুমার। এই ভিডিওতে দেখা গিয়েছে একসঙ্গে আড্ডা দিচ্ছেন সূর্যকুমার, কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও যুজবেন্দ্র চাহাল।
এই ভিডিও-র মাঝেই সূর্যকে চাহাল বলেন, 'তুমি যে মাঠের প্রতিটি কোণায় শট খেলো, সেটা তোমায় কে শিখিয়েছি? আমার ব্যাটিং দেখেই কী অনুপ্রাণিত হয়ে এ সব খেলেছ? আমায় অনুসরণ করেছ? লাল বলে আমার ব্যাটিংয়ের ভিডিও দেখেছিলে তো?’
আরও পড়ুন: দঃ আফ্রিকাতেই বিশ্বকাপ জয়, ধোনিদের রেকর্ড ছুঁলেন শেফালিরা
এই সময়ই সূর্য হেসে ওঠেন। তিনি বলেন, 'আসলে আগের টি-টোয়েন্টি সিরিজে তুমি যে ভাবে আমায় শিখিয়েছিলে, আজও সে রকম ভাবেই খেলার চেষ্টা করে যাচ্ছি। আমি চাইব যে তুমি এ ভাবেই আমায় ব্যাটিং শেখাতে থাকো। কী ভাবে আমি আরও উন্নতি করব, সেটা জানতে চাই তোমার থেকে। দর্শকরা মন দিয়ে শুনুন। একেবারে ঠাট্টা ভেবে বসবেন না। এ ব্যাটিং কোচ আমার। আমায় সমস্ত কিছু শেখায়।’
আরও পড়ুন: 'এটা উইকেট?' লখনউয়ের পিচ নিয়ে ক্ষুব্ধ হার্দিক
রবিবার লখনউতে অনুষ্ঠিত দ্বিতীয় টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচে হারতে হলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। খোঁয়াড় পিচে শুরু থেকেই সমস্যায় পড়ে যায় কিউয়ি ব্যাটিং লাইন। মাত্র ৯৯ রানে শেষ হয় তাদের ইনিংস। এই রান করতে গিয়েও বেশ সমস্যায় পড়তে হয় ভারতকে। শেষ ওভারে গিয়ে ম্যাচ জেতে ভারতীয় দল। ছয় উইকেটে ভারতকে জয় এনে দেন সূর্যকুমার ও অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ম্যাচের পর পিচ নিয়ে অভিযোগ করেছেন তিনি। মাত্র ১২ দিনের মধ্যে পিচ তৈরি করতে গিয়ে এমন সমস্যায় পড়তে হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও বোর্ডের পক্ষ থেকে এখনও কিছুই জানা যায়নি।