Advertisement

India vs New Zealand 2nd T20I: লখনউতে স্পিনারদের দাপট, নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারাল টিম ইন্ডিয়া

লখনউতে সমতা ফেরাল ভারত। দ্বিতীয় টি২০ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেটে সিহিজ জয় পেল টিম ইন্ডিয়া। টসে নিউজিল্যান্ড জিতলেও ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। স্পিনারদের দাপটে চাপে পড়ে যায় কিউয়িরা। তাদের ইনিংস শেষ হয় মাত্র ৯৯ রানে। ২০ ওভার ব্যাট করে আট উইকেট হারিয়ে ৯৯ রান করে।

সিরিজে সমতা ফেরাল ভারত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jan 2023,
  • अपडेटेड 8:47 AM IST
  • ৬ উইকেটে জিতল ভারত
  • সিরিজে সমতা ফেরাল ভারত

লখনউতে সমতা ফেরাল ভারত। দ্বিতীয় টি২০ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেল টিম ইন্ডিয়া। টসে নিউজিল্যান্ড জিতলেও ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। স্পিনারদের দাপটে চাপে পড়ে যায় কিউয়িরা। তাদের ইনিংস শেষ হয় মাত্র ৯৯ রানে। ২০ ওভার ব্যাট করে আট উইকেট হারিয়ে ৯৯ রান করে।

জবাবে ব্যাট করতে নেমে  ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া। শুভমন গিল, ইশান কিশান, রাহুল ত্রিপাঠি ও ওয়াশিংটন সুন্দর আউট হলেও ভারতকে নিরাপদ জায়গায় পৌঁছে দেন হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব। ১৮ বলে ১৩ রান করে আউট হন রাহুল ত্রিপাঠি। ৩১ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব। টিকনারের থ্রোতে রান আউট হন ছন্দে থাকা ওয়াশিংটন সুন্দর। সূর্যকুমারের সঙ্গে বঝাপড়ার সমস্যা হওয়ায় নিজের উইকেট বিসর্জন দেন এই অল রাউন্ডার। লক্ষ্য কম হলেও শেষ ওভার পর্যন্ত ম্যাচ গড়ায়। 

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও সুযোগ হল না পৃথ্বীর, দলে চাহাল  

প্রথমে মনে করা হচ্ছিল মাত্র ১০০ রান করতে সময় নেবে না ভারতীয় দল। তবে হল ঠিক তার উল্টো। প্রায় ২০ ওভার লেগে গেল রান করতে। আসলে এই পিচে বল ঘুরেছে অনেক বেশি। শুরুতে ব্যাট করতে নেমে সেই সমস্যাই ভোগ করতে হয়েছে নিউজিল্যান্ডকে। 

পাঁচ স্পিনারের দাপটে হাঁসফাঁস করতে থাকে কিউয়িরা। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। শেষ অবধি অপরাজিত থাকেন অধিনায়ক মিশেল স্যান্টনার (Mitchell Santner)। তবুও ১০০ পেরতে পারল না তারা। ২৩ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন তিনি।

১০ বলে ১১ রান করে আউট হন ফিন অ্যালান। ১৪ বলে ১১ রান করে আউট আরেক ওপেনার ডেভন কনওয়ে। ২১ বলে ১৪ রান করে ফেরেন মার্ক চ্যাপম্যান। ১০ বলে ৫ রান করে আউট হন গ্লেন ফিলিপস। ড্যারেল মিচেল আউট হন ১৩ বলে ৮ রান করে। ব্রেসওয়েল কিছুটা ভাল খেলার চেষ্টা করলেও হার্দিক পান্ডিয়ার বলে ২২ বলে ১৪ রান করে আউট হন ব্রেসওয়েল। ২৩ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন মিশেল স্যান্টনার।   

Advertisement

আরও পড়ুন: 'ওরা ভাল খেললে গর্ব হয়...' ফাইনালের সেরা তিতাসের প্রশংসা শিবশঙ্করের

সাত বোলার ব্যবহার করেছেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hatdik Pandya)। আর্শদীপ সিং-এর ২ ওভারে মাত্র ৭ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। তবে কিউয়ি টপ অর্ডার ভাঙার দায়িত্ব নেন ভারতের স্পিনাররা। ৪ ওভারে ১৭ রান দিয়ে ১ উইকেট নেন কুলদীপ ও দীপক হুডা। মাত্র ২ ওভার বল করলেও চার রান দিয়ে ১ উইকেট পান যুজবেন্দ্র চাহাল। ওয়াশিংটন সুন্দর ৩ ওভারে ১৭ রানে ১ উইকেট নেন।    

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement