দ্বিতীয় টি২০ ম্যাচে ভারতের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল নিউজিল্যান্ড (India vs New Zealand)। প্রথম ম্যাচে হারের পর এই ম্যাচে জিততেই হবে ভারতীয় দলকে (Team India)। দলে একটাই পরিবর্তন এনেছেন হার্দিক পান্ডিয়ারা (Hardik Pandya)। উমরান মালিকের (Umran Malik) জায়গায় যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। অর্থাৎ আবারও দেখা যাবে কুল-চা জুটিকে।
সুযোগ পেলেন না পৃথ্বী
তিন স্পিনার নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। কুলদীপ, চাহালের সঙ্গে দলে রয়েছেন ওয়াশিংটন সুন্দরও (Washington Sundar)। তবে দলে জায়গা হয়নি পৃথ্বী শ-র (Prthvi Shaw)।
টিম ইন্ডিয়াকে এই ম্যাচে জিততেই হবে। আর সেই জন্যই উইকেট তুলে নিতে পারেন এমন বলারদেরই সুযোগ দিয়েছে ভারতীয় দল। টস করতে এসে ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেন, 'টসে জিতে শুরুতে আমরাও ব্যাট করতেই চেয়েছিলাম। এটা নতুন দল। এই পিচে বল ঘুরতে পারে। সেই জন্যই চাহাল দলে এসেছে। কুল-চা জুটি ফিরে এসেছে। অনেকেই এটা দেখতে চেয়েছিলেন। দলের সব বোলারই উইকেট তুকে নেওয়ার ক্ষমতা রাখে। ওয়াশিংটনও দলেদ রয়েছে। তিন স্পিনার নিয়ে আমরা খেলছি।'
পরিবর্তন করেনি নিউজিল্যান্ডও
প্রথম ম্যাচে জয়ের পর দলে পরিবর্তন করেনি নিউজিল্যান্ড। উইনিং কম্বিনেশন ভাঙতে চাননি কিউয়িরা। সম্ভবত, সেই জন্যই দলে পরিবর্তন আসেনি। তবে ভারতকে জিততে হবে। সেই জন্যই দল অপরিবর্তিত রেখেছে তারা। নিউজিল্যান্ডের ঝোড়ো ব্যাটিং আটকাতে তিন স্পিনারকে নিয়ে দল গড়েছে ভারত। পাশাপাশি উইকেটও তুলে নিতে পারলে সুবিধা হবে ভারতের।
ভারত (প্লেয়িং ইলেভেন): শুভমান গিল, ইশান কিশান (ডব্লিউ), রাহুল ত্রিপাঠি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, শিবম মাভি, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং।
নিউজিল্যান্ড (প্লেয়িং ইলেভেন): ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (ডাব্লু), মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (সি), ইশ সোধি, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ব্লেয়ার টিকনার