Advertisement

India vs New Zealand 3rd ODI: অবশেষে! ১৬ ইনিংস পর সেঞ্চুরি পেলেন রোহিত

১৬ ইনিংস পর অবশেষে সেঞ্চুরি পেলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বলে সেঞ্চুরি করেন ভারত অধিনায়ক। ভারতের অপর ওপেনার শুভমন গিলও দারুণ সেঞ্চুরি করেন। দুই ওপেনারের দাপটে ভারতীয় দল মাত্র ২৫ ওভারেই ২০০ রান পেরিয়ে যায় ভারতীয় দল। শুরুটা কিছুটা ধীর গতিতে করলেও অষ্টম ওভারেই লকি ফার্গুসনের ওভারে ২২ রান তুলে নেয় ভারতের ওপেনিং জুটি। এরপর পেছনে ফিরে তাকাতে হয়নি টিম ইন্ডিয়ার।

রোহিত শর্মারোহিত শর্মা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Jan 2023,
  • अपडेटेड 9:13 PM IST
  • ১০১ রান করে আউট রোহিত
  • সেঞ্চুরি করেছেন গিলও

১৬ ইনিংস পর অবশেষে সেঞ্চুরি পেলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ৮৪ বলে সেঞ্চুরি করেন ভারত অধিনায়ক। ভারতের অপর ওপেনার শুভমন গিলও (Subhman Gill) দারুণ সেঞ্চুরি করেন। দুই ওপেনারের দাপটে ভারতীয় দল মাত্র ২৫ ওভারেই ২০০ রান পেরিয়ে যায় ভারতীয় দল। শুরুটা কিছুটা ধীর গতিতে করলেও অষ্টম ওভারেই লকি ফার্গুসনের ওভারে ২২ রান তুলে নেয় ভারতের ওপেনিং জুটি। এরপর পেছনে ফিরে তাকাতে হয়নি টিম ইন্ডিয়ার।  

১০১ রানে আউট রোহিত

৮৫ বলে ১০১ রান করে আউট হন ভারত অধিনায়ক। তবে ভারতকে বড় ইনিংসের ভিত গড়ে দেন রোহিত। তাঁর ইনিংসে ছিল ৯টা চার ও ৪টে ছক্কা। স্ট্রাইক রেট ছিল ১১৮.৮২। এর কিছুক্ষণ পরে শুভমন গিলের উইকেটও হারায় ভারতীয় দল। ২৩০ রানে ২ উইকেট হারায় ভারত। ৭৮ বলে ১১২ রানের ইনিংস খেলে আউট হন গিল। ১৩টি চার ও ৫টি ছক্কায় সাজান তাঁর ইনিংস।    

আরও পড়ুন

নিয়মরক্ষার ম্যাচে ভারতের দলে দুই পরিবর্তন নিয়ে আসা হয়েছে। ভারতের দুই পেসার মহম্মদ শামি ও মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁদের জায়গায় দলে এসেছেন উমরান মালিক ও যুজবেন্দ্র চাহাল। অর্থাৎ ফের দেখা যাবে কুল-চা জুটিকে। ইন্দোরের মাঠে পুরনো ছন্দে এই দুই স্পিনারকে দেখতে পাওয়া যায় কি না সেটাই এখন দেখার। এই ম্যাচে জিততে পারলেই  আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিং-এ ১ নম্বরে উঠে আসবে ভারতীয় দল (Team India)। 

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, উমরান মালিক।

Advertisement

নিউজিল্যান্ড দল: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, জ্যাকব ডাফি, ব্লেয়ার টিকনার

Read more!
Advertisement
Advertisement