Advertisement

India vs New Zealand 3rd ODI: তৃতীয় একদিনের ম্যাচে দলে আসতে পারেন বাংলার শাহবাজও?

ভারতে (India vs New Zealand ODI Series) তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে এসেছে নিউজিল্যান্ড। প্রথম দুই ম্যাচেই জয় তুলে সিরিজ পকেটে পুরে নিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। এই সিরিজের শেষ ম্যাচ মঙ্গলবার ইন্দোরে। এই শেষ ম্যাচে জিতে হোয়াইট ওয়াশ করতে চাইবে তারা। তবে এই বছরেই ভারতে একদিনের বিশ্বকাপ (ICC World Cup 2023) অনুষ্ঠিত হবে। তাই দলের ক্রিকেটারদের ফিট রাখতে হবে। ফলে দলে কিছু পরিবর্তনও আসতে পারে বলে মনে করা হচ্ছে। দলে সুযোগ পেতে পারেন বাংলার শাহবাজ আহমেদও (Shahbaz Ahmed)।

শাহবাজ আহমেদশাহবাজ আহমেদ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Jan 2023,
  • अपडेटेड 5:59 PM IST
  • ভারতীয় দলে সুযোগ পেতে পারেন শাহবাজ
  • তৃতীয় একদিনের ম্যাচে নামতে চলেছে ভারত

ভারতে (India vs New Zealand ODI Series) তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে এসেছে নিউজিল্যান্ড। প্রথম দুই ম্যাচেই জয় তুলে সিরিজ পকেটে পুরে নিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। এই সিরিজের শেষ ম্যাচ মঙ্গলবার ইন্দোরে। এই শেষ ম্যাচে জিতে হোয়াইট ওয়াশ করতে চাইবে তারা। তবে এই বছরেই ভারতে একদিনের বিশ্বকাপ (ICC World Cup 2023) অনুষ্ঠিত হবে। তাই দলের ক্রিকেটারদের ফিট রাখতে হবে। ফলে দলে কিছু পরিবর্তনও আসতে পারে বলে মনে করা হচ্ছে। দলে সুযোগ পেতে পারেন বাংলার শাহবাজ আহমেদও (Shahbaz Ahmed)।

অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) দ্বিতীয় একদিনের ম্যাচের পর দলের ফাস্ট বোলারদের প্রশংসা করেছেন। করবেন নাই বা কেন? মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন। কিন্তু টিম ইন্ডিয়ার নজর রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দিকেও। সেই জন্যই মনে করা হচ্ছে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্রাম পেতে পারেন এই দুই ফাস্ট বোলার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এই সিরিজে জিততে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে ভারতীয় দল।

আরও পড়ুন

তৃতীয় ওয়ানডেতে কি এই পরিবর্তন ঘটবে?

তৃতীয় একদিনের ম্যাচে মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া যেতে পারে। কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দীর্ঘ টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে তাদের। এই দুই বোলারের জায়গায় প্লেয়িং-১১-এ সুযোগ হতে পারে উমরান মালিকের। পাশাপাশি শাহবাজ আহমেদও দলে জায়গা পেতে পারেন।

টিম ইন্ডিয়া খুব বেশি পরিবর্তন করতে চায় না, যদিও যুজবেন্দ্র চাহাল এখনও পর্যন্ত সিরিজে সুযোগ পাননি। এমন পরিস্থিতিতে তাঁকে প্লেয়িং-১১-এ অন্তর্ভুক্ত দেখা যেতে পারে। সে ক্ষেত্রে কুলদীপ যাদব বা ওয়াশিংটন সুন্দরকেও বিশ্রাম দেওয়া যেতে পারে।   

Advertisement

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য টিম ইন্ডিয়া: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ইশান কিশান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কেএস ভরত, হার্দিক পান্ডিয়া,রজত পতিদার, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব। , মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক

নিউজিল্যান্ডের  বিরুদ্ধে ওয়ানডে সিরিজ

প্রথম ম্যাচ - ভারত ১২ রানে জিতেছে
দ্বিতীয় ম্যাচ - ভারত ৮ উইকেটে জিতেছে
তৃতীয় ম্যাচ - ২৪ জানুয়ারি, ইন্দোর  

Read more!
Advertisement
Advertisement