সুপার ফোরের লড়াইয়ে নামছে ভারত ও পাকিস্তান। এই ম্যাচ জিতে দ্রুত ফাইনালে ওঠা নিশ্চিত করতে চাইবে দুই দলই। দাতুন ছন্দে রয়েছে রোহিত শর্মার ভারত। হংকং-কে হারিয়েছে পাকিস্তানও।
৫ উইকেটে হারল ভারত
৬ বলে ৭ দরকার পাকিস্তানের
আউট রিজওয়ান। ১৮ বলে ৩৪ দারকার।
আউট নাওয়াজ, ২৭ বলে ৪৬ করতে হবে পাকিস্তানকে।
২ উইকেটে ১৩৫ রান করেছে পাকিস্তান।
১১৯ রানে ২ উইকেট হারিয়েছে পাকিস্তান।
১০৭ করেছে পাকিস্তান।
২ উইকেটে ৯৬ রান করেছে পাকিস্তান।
২ উইকেটে ৮৬ রান করেছে পাকিস্তান।
দারুণ ছন্দে রিজওয়ান। ২ উইকেট হারিয়ে ৮২ করেছে পাকিস্তান।
২ উইকেটে ৭৬ রান করেছে পাকিস্তান।
নবম ওভারে দুই উইকেট হারিয়েছে পাকিস্তান।
১ উইকেটে ৫৭ করেছে পাকিস্তান।
১ উইকেটে ৫১ করেছে পাকিস্তান।
১ উইকেটে ৪৬ করেছে পাকিস্তান।
১ উইকেটে ৩২ করেছে পাকিস্তান।
২২ রানে ১ উইকেট হারাল পাকিস্তান।
৯ রান দিয়েছে ভারত। উইকেট হারায়নি পাকিস্তান।
১৮২ রান করতে হবে পাকিস্তানকে।
৪৪ বলে ৬০ রান করে আউট বিরাট। ১৭৩ রান করেছে ভারত।
৬ উইকেটে ১৬১ রান করেছে ভারত।
৬ উইকেটে ১৬৮ করেছে ভারত।
৫ উইকেটে ১৬৪ করেছে ভারত
৫ উইকেটে ১৫৭ রান করেছে ভারত। ৫ উইকেট হারিয়েছে তারা।
পাঁচ উইকেট হারিয়ে ১৪৮ করেছে ভারত। ১৭ ওভার শেষ।
২ বল খেলে ০ রানে আউট হার্দিক।
চার উইকেটে ১২৬ করেছে ভারত।
১০৫ তানে তিন উইকেট হারিয়েছে ভারতীয় দল।
৯১ রানে ৩ উইকেট হারাল ভারত।
২ উইকেট হারিয়ে ৮৮ রান করেছে ভারত।
২ উইকেটে ৭৯ রান করেছে ভারত।
২ উইকেট হারিয়ে ৭১ করেছে ভারত।
৬২ রানে ২ উইকেট হারাল ভারত।
১৬ বলে ২৮ রান করে আউট হলেন রোহিত। ৫৪ রানে ১ উইকেট হারাল ভারত।
উইকেট না হারিয়ে ৫৪ রান করেছে ভারত।
উইকেট না হারিয়ে ৫০ করে ফেলল ভারত।
উইকেট না হারিয়ে ৪৬ রান করেছে ভারত।
উইকেট না হারিয়ে ৩৪ রান করেছে ভারত।
উইকেট না হারিয়ে ২০ রান করেছে ভারত।
প্রথম ওভারে এল ১১ রান। ১টা চার আর একটা ছক্কা মারলেন রোহিত।
ব্যাট করতে নামলেন রোহিত শর্মা ও কেএল রাহুল।
কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ম্যাচ।
পাকিস্তান (প্লেয়িং ইলেভেন) - মহম্মদ রিজওয়ান (উইকেট কিপার), বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, শাদাব খান, আসিফ আলি, মহম্মদ নওয়াজ, হারিস রউফ, নাসিম শাহ এবং মহম্মদ হাসনাইন (শাহনওয়াজ দাহানির জায়গায়) .
ভারতীয় দল: রোহিত শর্মা(ক্যাপ্টেন), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (ডব্লিউকে), দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল এবং আর্শদীপ সিং।
বল করবে তারা।