শেষবার টি২০ বিশ্বকাপের ফাইনালে ২০০৭ সালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। সেই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল (Team India)। এরপর আর ফাইনালে দেখা হয়নি দুই দলের। তবে ২০২২ টি২০ বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) ফের সেই সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তান ইতিমধ্যেই নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে চলে গিয়েছে। তবে ভারতের ফাইনালে যাওয়ার ক্ষেত্রে বাধা একমাত্র ইংল্যান্ড। আগামীকাল অ্যাডিলেডে জস বাটলারদের (Jos Buttler) হারাতে হবে টিম ইন্ডিয়াকে। যদিও এখন থেকেই ভারতকে ভয় পেতে শুরু করে দিয়েছে পাকিস্তান ফ্যানরা। তারা ইংল্যান্ডকে ফাইনালে চাইছেন। ফিরিয়ে আনতে চাইছেন ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ের স্মৃতি।
২০০৭ সালে কী ঘটেছিল?
২০০৭ সালে প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল টি২০ বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত এই বিশ্বকাপে একই গ্রুপে ছিল ভারত ও পাকিস্তান। এবারেও দেখা একই গ্রুপে ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। গ্রুপের ম্যাচে ভারত পাকিস্তানকে বোল আউটে হারায়। ২০ ওভারের ম্যাচে দুই দলেরই রান সমান থাকায় বোল আউট হয়। সেখানে মিসবা উল হকদের হারিয়ে দেয় মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়াতেও দেখা গিয়েছে একই দৃশ্য। বোল আউট না হলেও হাড্ডাহাড্ডি ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) চওড়া ব্যাট জিতিয়ে দিয়েছে ভারতীয় দলকে। এবার ফাইনালেও তেমনটাই দেখার আশা করছেন ভারতের সমর্থকরা।
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে নামার আগে ২ তারকার চোট, দুঃশ্চিন্তায় বাটলাররা
১৯৯২-ফেরাতে চাইছেন পাক সমর্থকরা
১৯৯২ সালে ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল ইমরান খানের (Imran Khan) পাকিস্তান। সেবারেও শুরুতে ভারতের কাছে হারতে হয়েছিল পাকিস্তানকে। কোনওমতে সেমিফাইনালে উঠেছিল তারা। সেমিফাইনালে প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। তাদের হারিয়েই ফাইনালে পৌঁছে যায় পাকিস্তান। বেনসন হেজেস কাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।
আরও পড়ুন: 'ওকে আউট করতে ১ বল লাগবে', সূর্যকুমারকে হুঁশিয়ারি বাটলারের
এবারেও শুরুতে ভারতের কাছে হারের পর জিম্বাবোয়ের কাছেও হেরে গিয়েছিল পাকিস্তান। শেষ মুহূর্তে নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায়। আর বাংলাদেশকে হারিয়ে দেওয়ায় সেমিফাইনালে উঠে যায় পাকিস্তান। বুধবার সেই নিউজিল্যান্ডের বিরুদ্ধেই জিতে ফাইনালে পৌঁছে গিয়েছে বাবর আজমের দল। ১৯৯২ সাল ফিরিয়ে আনতে হলে, কালকের ম্যাচে হারতে হবে রোহিতদের। আর ঠিক সেটাই চাইছেন পাক সমর্থকরা। একে তো পুরনো স্মৃতি, তার ওপর ভারতের বিরুদ্ধে আইসিসি টুর্নামেন্টে ভারতের কাছে টানা হার। এখনও অবধি আইসিসি বিশ্বকাপে এখনও অবধি একটি ম্যাচেই ভারতকে হারাতে পেরেছে পাকিস্তান। ফলে ভারত কালকের ম্যাচ জিতলে আতঙ্ক বাড়বে পাক সমর্থকদের।