Advertisement

India VS South Africa 1st Test Day 2 Update: শেষ দ্বিতীয় দিনের ম্যাচ, ৫ উইকেটে ২৫৬ রান দঃ আফ্রিকার

প্রথম দিনের শেষে ভারতের স্কোর আট উইকেটে ২০৮। দ্বিতীয় দিনে কেএল রাহুলরা কত রান যোগ করতে পারেন সেটাই এখন দেখার। ভারতীয় দলের বোলাররা এরপর দ্রুত উইকেট তুলতে পারেন কিনা সেটা বড় চ্যালেঞ্জ রোহিত শর্মাদের জন্য।

ডিন এলগার
Aajtak Bangla
  • সেঞ্চুরিয়ান,
  • 27 Dec 2023,
  • अपडेटेड 9:20 PM IST

প্রথম দিনের শেষে ভারতের স্কোর আট উইকেটে ২০৮। দ্বিতীয় দিনে কেএল রাহুলরা কত রান যোগ করতে পারেন সেটাই এখন দেখার। ভারতীয় দলের বোলাররা এরপর দ্রুত উইকেট তুলতে পারেন কিনা সেটা বড় চ্যালেঞ্জ রোহিত শর্মাদের জন্য। 

সাময়িক বন্ধ ম্যাচ

আলো কম থাকায় কিছুক্ষণের জন্য ম্যাচ বন্ধ। ৫ উইকেটে ২৫৬ রান দক্ষিণ আফ্রিকার।  

লিড নিয়ে নিল দক্ষিণ আফ্রিকা

৪ উইকেট হারালেও লিড নিয়ে ফেলল দক্ষিণ আফ্রিকা। 

উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা

আউট বেডিংহ্যাম। সিরাজের বলে বোল্ড দক্ষিণ আফ্রিকার ব্যাটার। ৪ উইকেট হারিয়ে ২৪৪ রান প্রোটিয়াদের। 

হাফ সেঞ্চুরি করে ফেললেন বেডিংহ্যাম 

ভারতের থেকে ১০ রান দূরে দঃ আফ্রিকা। ৩ উইকেটে ২৩৫ রান করে ফেলল প্রোটিয়ারা।  

২০০ পেরিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

দারুণ ব্যাটিং প্রোটিয়াদের। ৩ উইকেটে ২০০ পেরল দক্ষিণ আফ্রিকা।

সেঞ্চুরি এলগারের

শার্দূল ঠাকুরের বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরি করে ফেললেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার। দারুণ ইনিংস অবসর নিতে চলা এই ক্রিকেটারের। ৩ উইকেটে ১৭৪ রান করে ফেলল দক্ষিণ আফ্রিকা। 

৩ উইকেটে ১৫০ পেরল দক্ষিণ আফ্রিকা

উইকেট হারালেও দারুণ ছন্দে এলগার। অভিষেক করা বেডিংহ্যামকে সঙ্গে নিয়ে দলের রান ১৫০ পার করালেন এলগার।  

ফের উইকেট বুমরার

ছন্দে ফিরল ভারতীয় দল। আউট হলেন পিটারসেন। প্লেড অন হলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার। ভারতকে ম্যাচে ফেরালেন বুমরা। 

উইকেট তুলে নিলেন বুমরা

দারুণ বোলিং বুমরার। তাঁকে ফেরাতেই উইকেট পেল টিম ইন্ডিয়া। ১০৪ রানে ২ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।

হাফ সেঞ্চুরি এলগারের

Advertisement

৫০ করে ফেললেন এলগার। ভাল জায়গায় চলে গেল দক্ষিণ আফ্রিকা। ১ উইকেট হারালেও দক্ষিণ আফ্রিকার রান ৯১। 

ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা

লাগাতার খারাপ বোলিং প্রশিদ্ধ কৃষ্ণার। দারুণ পার্টনারশিপ গড়ে তুল্লেন এলগার ও জর্জি। লাঞ্চের পরেই ৫০ পেরল দক্ষিণ আফ্রিকা। দারুণ ব্যাট করছেন ডিন এলগার। 

দারুণ শুরু টিম ইন্ডিয়ার

১১ রানে প্রথম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। দারুণ বোলিং বুমরা ও সিরাজের। উইকেট তুলে নিলেন সিরাজ। ৫ রান করে ফিরলেন মার্করাম। 

 

১০১ রানে আউট রাহুল

বোল্ড হয়ে গেলেন রাহুল। ২৪৫ রানে শেষ হল ভারতের ইনিংস। 

দারুণ সেঞ্চুরি রাহুলের

ছক্কা মেরে সেঞ্চুরি করে ফেললেন রাহুল। টেলেন্ডারদের সঙ্গে নিয়ে দুর্দান্ত ইনিংস খেলে ফেললেন ভারতের উইকেটকিপার ব্যাটার। ১৩৩ বলে ১০১ রানের ইনিংস রাহুলের। চারটে ছক্কা ও ১৪টা চারে সাজানো তাঁর ইনিংস। 

আউট সিরাজ

দারুণ বোলিং কর্টজের। আউট হয়ে ফিরতে হল সিরাজকে। ৯৫ রানে উল্টোদিকে দাঁড়িয়ে রাহুল। হাতে মাত্র ১ উইকেট। ২৩৮ রানে ৯ উইকেট হারিয়ে ফেলল ভারতীয় দল। 

কিছু সময় পর শুরু হল ম্যাচ

আউটফিল্ড ভেজা থাকায় দ্বিতীয় দিনের খেলাও শুরু হতে প্রায় আধ ঘন্টা দেরি হল। ব্যাট করতে নামছেন রাহুল ও সিরাজ। ভারতের হাতে আর মাত্র ২ উইকেট।  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement