Advertisement

India VS South Africa 2nd Test Day 2 Live Updates: ৭ উইকেটে জিতল টিম ইন্ডিয়া, দঃ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র ভারতের

দ্বিতীয় দিনেও দারুণ শুরু করল ভারতীয় দল। শুরুতেই উইকেট তুলে নিলেন জসপ্রীত বুমরা। বাকি ছয় উইকেট দ্রুত তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার উপর আরও চাপ বাড়াতে চাইবে ভারতীয় দল। এখনও ভারতের রান টপকাতে পারেনি প্রোটিয়ারা।

রোহিত শর্মা বনাম এসএরোহিত শর্মা বনাম এসএ
Aajtak Bangla
  • কেপটাউন,
  • 04 Jan 2024,
  • अपडेटेड 5:07 PM IST

দ্বিতীয় দিনেও দারুণ শুরু করল ভারতীয় দল। শুরুতেই উইকেট তুলে নিলেন জসপ্রীত বুমরা। বাকি ছয় উইকেট দ্রুত তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার উপর আরও চাপ বাড়াতে চাইবে ভারতীয় দল। এখনও ভারতের রান টপকাতে পারেনি প্রোটিয়ারা।

জিতে গেল ভারতীয় দল

দারুণ ব্যাটিং টিম ইন্ডিয়ার। সাত উইকেটে জয় পেল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র করল ভারত। 

আরও পড়ুন

আউট হয়ে গেলেন বিরাট

৭৫ রানে ৩ উইকেট হারাল ভারতীয় দল। আর চার রান দরকার ভারতের। 

১১ রান দরকার ভারতের

সিরিজে সমতা ফেরানোর কাছাকাছি ভারত। দরকার মাত্র ১১ রান। 

আউট গিল

নিচু হয়ে আসা বলে বোল্ড গিল। ৫৭ রানে ২ উইকেট হারাল ভারত। 

আউট হলেন জয়সওয়াল

৪৪ রানে প্রথম উইকেট হারাল ভারত। বড় শট খেলতে গিয়ে আউট যশস্বী জয়সওয়াল। ভারতকে এখনও করতে হবে ৩৫ রান। ২৩ বলে ২৮ রান করে আউট যশস্বী। 

দারুণ ব্যাটিং ভারতের

৫ ওভারের মধ্যেই উঠল ৩৫ রান। উইকেট হারায়নি টিম ইন্ডিয়া। 

৭৯ রান করতে হবে ভারতকে

জয়ের কাছাকাছি ভারতীয় দল। দরকার ৭৮ রান। 

৯ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা

১৬৩ রানে ৯ উইকেট হারিয়ে ফেলল প্রোটিয়ারা। আউট হলেন রাবাডা। ৬৬ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। 

উইকেট তুলে নিলেন সিরাজ

১৬২ রানে আট উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। উইকেট তুলে নিলেন সিরাজ। ১০৬ রান করে আউট মার্করাম। মিড অফে ক্যাচ নিলেন রোহিত। ৬৪ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। 

দারুণ ব্যাটিং মার্করামের

চার মেরে ১০০ করে ফেললেন মার্করাম। ৬০ রানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

আবার উইকেট বুমরার

আউট হলেন মার্কো জ্যানসন। ১০৩ রানে ৬ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। 

হাফ সেঞ্চুরি করে ফেললেন মার্করাম

বিপর্যয়ের মধ্যে দারুণ ব্যাটিং দক্ষিণ আফ্রিকার ওপেনারের। ৬৮ বল খেলে ৫০ করে ফেললেন ওপেনার। ১ রানে লিড নিয়ে নিল দক্ষি আফ্রিকা।  

Advertisement

আবারও উইকেট বুমরার

দ্বিতীয় দিনের শুরুতেই ২ উইকেট তুলে নেল ভারত। আউট হলেন কাইল ভেরেইন। এখনও দক্ষিণ আফ্রিকা ১২ রানে পিছিয়ে। 

উইকেট পেল ভারত

দিনের শুরুতেই উইকেট তুলে নিলেন বুমরা। ৪ উইকেট হারিয়ে ফেলল দক্ষিণ আফ্রিকা। 

Read more!
Advertisement
Advertisement