Advertisement

India vs South Africa: বৃষ্টিতে পন্ড ভারত-দঃ আফ্রিকা ম্যাচ, সিরিজ ২-২

পাঁচ ম্যাচে পাঁচ বারই টসে হারেন ভারত অধিনায়ক ঋষভ পন্ত। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা চোটের জন্য না খেললেও দক্ষিণ আফ্রিকার ভাগ্য বদলায়নি। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান কেশব মহারাজ। এরপরেই শুরু হয় বৃষ্টি। ৩ ওভার ৩ বল খেলা হয়। ২৮ রানে ২ উইকেট হারায় ভারত। ৭ বলে ১৫ রানের ইনিংস খেলে প্যাভেলিয়নে ফেরত যান ইশান কিষান। লুঙ্গি এনগিডির স্লোয়ার বলে বোল্ড হন ফর্মে থাকা এই ব্যাটার। পরের ওভার বল করতে এসে ফের অপর ওপেনারকে ফেরান ঋতুরাজ গায়কোয়াড। ১২ বলে ১০ রান করে প্রিটোরিয়াসের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। উইকেটে ছিলেন অধিনায়ক ঋষভ পন্ত ও শ্রেয়াস আইয়ার। এর মাঝেই নামে বৃষ্টি। 

বৃষ্টির জন্য হল না ম্যাচ  বৃষ্টির জন্য হল না ম্যাচ
Aajtak Bangla
  • বেঙ্গালুরু ,
  • 19 Jun 2022,
  • अपडेटेड 10:16 PM IST

বেঙ্গালুরুতে বৃষ্টির জেরে বাতিল হয়ে গেল ভারত-দক্ষিণ আফ্রিকার পঞ্চম টি২০ ম্যাচ। ২-২ অমিমাংসিত ভাবে শেষ হল এই সিরিজ। ফলে দুই দলের মধ্যে ভাগ হল ট্রফি। খেলার শুরু থেকেই বৃষ্টি নিয়ে আশঙ্কা ছিল। আর সেই আশঙ্কাই সত্যি হয়ে গেল। বৃষ্টির জন্যই খেলা কিছুটা সময় দেরীতে শুরু হয়েছিল। ঠিক হয়, ১৯ ওভারের ম্যাচ হবে দুই দলের মধ্যে। সেই অনুযায়ী খেলাও শুরু হয়েছিল। ৩ ওভার ৩ বল খেলা হয়। কিন্তু ফের টানা বৃষ্টি পন্ড করে দেয় খেলা। 

ফের টসে হারেন পন্ত

পাঁচ ম্যাচে পাঁচ বারই টসে হারেন ভারত অধিনায়ক ঋষভ পন্ত। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা চোটের জন্য না খেললেও দক্ষিণ আফ্রিকার ভাগ্য বদলায়নি। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান কেশব মহারাজ। এরপরেই শুরু হয় বৃষ্টি। ৩ ওভার ৩ বল খেলা হয়। ২৮ রানে ২ উইকেট হারায় ভারত। ৭ বলে ১৫ রানের ইনিংস খেলে প্যাভেলিয়নে ফেরত যান ইশান কিষান। লুঙ্গি এনগিডির স্লোয়ার বলে বোল্ড হন ফর্মে থাকা এই ব্যাটার। পরের ওভার বল করতে এসে ফের অপর ওপেনারকে ফেরান ঋতুরাজ গায়কোয়াড। ১২ বলে ১০ রান করে প্রিটোরিয়াসের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। উইকেটে ছিলেন অধিনায়ক ঋষভ পন্ত ও শ্রেয়াস আইয়ার। এর মাঝেই নামে বৃষ্টি। 

আরও পড়ুন

নজির গড়ার সুযোগ ছিল ভারতের সামনে

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ার সুযোগ ছিল ভারতীয় দলের। আসলে, ভারত এখনও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি। এর আগে দক্ষিণ আফ্রিকা দল ভারতে দুইবার টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসলেও সিরিজ জিততে পারেনি টিম ইন্ডিয়া। এমন পরিস্থিতিতে ঋষভ পন্তের সামনে ইতিহাস গড়ার সুযোগ ছিল। তবে বৃষ্টি ভেস্তে দিল সবটাই।

২০১৫ সালে ভারত প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। সেই সময়ে, এমএস ধোনির নেতৃত্বে, টিম ইন্ডিয়া ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পরাজিত হয়েছিল। তারপর ২০১৯ সালে ভারতে দুই দেশের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করা হয়। বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল সেই সিরিজ ১-১ ড্র করেছিল।

ভারতে দক্ষিণ আফ্রিকা (টি-টোয়েন্টি সিরিজ)-

২০১৬: তিন ম্যাচের সিরিজে SA এর ২-০ ব্যবধানে জয়

২০১৯: তিন ম্যাচের সিরিজ ১-১ এ সমতা

২০২২: ২-২ ড্র   

Read more!
Advertisement
Advertisement