Advertisement

World Test Championship: একে হার, স্লো ওভার রেটেও WTC টেবিলে পতন রোহিতদের

২০০৭ সালের পর ভারতের সামনে আবার সুযোগ ছিল ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জেতার। তবে সেই সুযোগ হাতছাড়া হল কারণ তারা বার্মিংহামে সাত উইকেটে হেরে গেল। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। পঞ্চম টেস্টের শেষ ইনিংসে জনি বেয়ারস্টো এবং জো রুটের অপরাজিত সেঞ্চুরির সাহায্যে ইংল্যান্ড ৩৭৮ রান তাড়া করে ফেলে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৮ম সর্বোচ্চ রান তাড়া করে ফেলল বেন স্টোকসের দল। তাও আবার ৭ উইকেট বাকি থাকতে।

ভারতীয় দল ভারতীয় দল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jul 2022,
  • अपडेटेड 10:59 AM IST
  • পাকিস্তানের পেছনে চলে গেল ভারত
  • হেরে ৪ নম্বরে ভারত

একেই বোধহয় বলে কাটা ঘায়ে নুনের ছিটে। ইংল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেটে হারটা যদি হয় কাটা ঘা। তবে তাতে নুনের ছিটে দিয়ে দিলেন ম্যাচ রেফারি। স্লো ওভার রেটের জন্য বুমরা-বিরাটদের ৪০ শতাংশ ম্যাচ ফি তো কাটা গেলই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট থেকেও কাটা গেল দুটি মূল্যবান পয়েন্ট। 

২০০৭ সালের পর ভারতের সামনে আবার সুযোগ ছিল ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জেতার। তবে সেই সুযোগ হাতছাড়া হল কারণ তারা বার্মিংহামে সাত উইকেটে হেরে গেল। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। পঞ্চম টেস্টের শেষ ইনিংসে জনি বেয়ারস্টো এবং জো রুটের অপরাজিত সেঞ্চুরির সাহায্যে ইংল্যান্ড ৩৭৮ রান তাড়া করে ফেলে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৮ম সর্বোচ্চ রান তাড়া করে ফেলল বেন স্টোকসের দল। তাও আবার ৭ উইকেট বাকি থাকতে।

ভারত ২ পয়েন্টে হারানোর পরে, পাকিস্তান তৃতীয় স্থানে উঠে এসেছে। পেনাল্টির পরে, ভারত ৭৫ পয়েন্টে (পয়েন্ট শতাংশ ৫২.০৮) এবং পাকিস্তানও ৭৫ পয়েন্টে তবে পয়েন্টের শতাংশের হিসেবে  (৫২.৩৮ শতাংশ) সামান্য উপরে উঠে এসেছে। 

আরও পড়ুন

উল্লেখযোগ্যভাবে, পাকিস্তান এখন পর্যন্ত এই বছরে একমাত্র টেস্ট সিরিজ অস্ট্রেলিয়ার কাছে (০-১) ঘরের মাঠে হেরেছে। জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ২ টেস্টের সিরিজে বাবর আজমের দল ভারতের থেকে লিড বাড়ানোর সুযোগ পাবে।

প্রথম ইনিংসে ১৩২ রানের লিড নেওয়া সত্ত্বেও বার্মিংহামে ইংল্যান্ডের কাছে ৫ম টেস্ট হেরেছে ভারত। গত বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালিস্টরা ইংলিশ ব্যাটসম্যানদের ধরে রাখতে পারেনি। ইংল্যান্ড তাদের বহুল আলোচিত "বাজবল" পদ্ধতিতে বাজিমাত করে দেয়।

সময়ের মধ্যে বোলিং করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়। এছাড়াও, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) প্লেয়িং কন্ডিশনের আর্টিকেল ১৬.১১.২ ধারা অনুযায়ী, সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে প্রতি মিনিট হিসেবে এক পয়েন্ট করে কাটা যায়।

Advertisement

Read more!
Advertisement
Advertisement