Advertisement

Murali Vijay Retires: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মুরলি বিজয়

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ওপেনার মুরলি বিজয়। ২০১৮ সালের পর থেকে জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না এই ওপেনার। ক্ষুব্ধ হয়ে বিসিসিআই-এর বিরুদ্ধে মুখও খুলেছিলেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিদেশের লিগে তাঁকে খেলতে দেখা যেতেই পারে। কিছুদিন আগেই বিসিসিআই-এর কাছে এই প্রস্তাব করেন তিনি। তবে তা গ্রাহ্য হয়নি।

মুরলী বিজয়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Jan 2023,
  • अपडेटेड 4:44 PM IST
  • অবসর নিলেন বিজয়
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ওপেনার মুরলি বিজয় (Murali Vijay)। ২০১৮ সালের পর থেকে জাতীয় দলে (Team India) সুযোগ পাচ্ছিলেন না এই ওপেনার। ক্ষুব্ধ হয়ে বিসিসিআই-এর (BCCI) বিরুদ্ধে মুখও খুলেছিলেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিদেশের লিগে তাঁকে খেলতে দেখা যেতেই পারে। কিছুদিন আগেই বিসিসিআই-এর কাছে এই প্রস্তাব করেন তিনি। তবে তা গ্রাহ্য হয়নি।
 
ট্যুইট করে ভারতের প্রাক্তন ক্রিকেটার লিখেছে,'সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ২০০২ থেকে ২০১৮ সাল পর্যন্ত আমার যাত্রা খুব সুন্দর ছিল। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে ভারতের হয়ে খেলেছি। এটা আমার কাছে সম্মানের।’’

আরও পড়ুন: 'মেয়ে যা যা খেতে ভালোবাসে, লিস্ট বানাচ্ছি,' বলছেন রিচার মা, শিলিগুড়িতে উত্‍সব

ভারতের হয়ে খেলার সুযোগ পাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড ও রাজ্য সংস্থাকে ধন্যবাদ দিয়েছেন বিজয়। তিনি লিখেছেন, ‘‘বিসিসিআইকে আমি ধন্যবাদ জানাতে চাই। তাঁরা আমার উপর আস্থা রেখেছেন। ধন্যবাদ দেব তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন, চেন্নাই সুপার কিংস ও চেমপ্লাস্ট সানমারকেও।''

বিসিসিআই ও রাজ্য সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন। ‘‘বিসিসিআইকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমার উপর ভরসা রেখেছে। এ ছাড়া তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন, চেন্নাই সুপার কিংস ও চেমপ্লাস্ট সানমারকেও ধন্যবাদ জানাই।’’ 

ভারতের হয়ে খেলার সুযোগ পাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড ও রাজ্য সংস্থাকে ধন্যবাদ দিয়েছেন বিজয়। তিনি লিখেছেন, ‘‘বিসিসিআইকে আমি ধন্যবাদ জানাতে চাই। তাঁরা আমার উপর আস্থা রেখেছেন। ধন্যবাদ দেব তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন, চেন্নাই সুপার কিংস ও চেমপ্লাস্ট সানমারকেও।  তাঁরা আমার উপর আস্থা রেখেছেন।'' 

আরও পড়ুন: 'এটা উইকেট?' লখনউয়ের পিচ নিয়ে ক্ষুব্ধ হার্দিক

টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ জানিয়েছেন ভারতের ওপেনার। টুইটে তিনি লিখেছেন, ‘‘আমার সতীর্থ, মেন্টর, কোচ  ও সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানাই। আমার স্বপ্নপূরণের পিছনে তাঁদের বিরাট বড় অবদান রয়েছে। কেরিয়ারের ভাল ও

Advertisement

সমস্ত ফরম্যাট মিলিয়ে ভারতীয় দলের হয়ে মোট ৮৭টি ম্যাচ খেলেছেন বিজয়। ভারতের হয়ে ৬১টি টেস্ট, ১৭টি এক দিনের ম্যাচ ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন বিজয়। টেস্টে ৩৮.৩ গড়ে ৩৯৮২ রান করেছেন তিনি। আইপিএলেও (IPL) ১০৬টি ম্যাচ খেলে ২৬১৯ রান করেছেন তিনি। খারাপ সময়ে আমার পাশে থাকার জন্য সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ। খেলার সময়ের স্মৃতি সারা জীবন আমার সঙ্গে থেকে যাবে।’’

সমস্ত ফরম্যাট মিলিয়ে ভারতীয় দলের হয়ে মোট ৮৭টি ম্যাচ খেলেছেন বিজয়। ভারতের হয়ে ৬১টি টেস্ট, ১৭টি এক দিনের ম্যাচ ও ৯টি টি-টোয়েন্টি খেলেছেন বিজয়। টেস্টে ৩৮.৩ গড়ে ৩৯৮২ রান করেছেন তিনি। আইপিএলেও (IPL) ১০৬টি ম্যাচ খেলে ২৬১৯ রান করেছেন তিনি। ২০১৯ সাল থেকে তামিলনাডু প্রিমিয়ার লিগে খেলতে দেখা গিয়েছিল বিজয়কে। আর এবার সুযোগ না পেয়ে অবসরই নিয়ে নিলেন ভারতের এই ওপেনার। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement